সরিষাবাড়ীতে উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি পরান গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি পরান গ্রেফতার
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪



সরিষাবাড়ীতে উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি পরান গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর স্কুল ছাত্র উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি পরান কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৪ এপ্রিল) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিকাল ৪ টায় প্রেস বিফ্রিংয়ে মধ্য দিয়ে বিষয়টি অবগত করেন অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর সদর সার্কেল সোহরাব হোসেন।

তিনি প্রেস বিফ্রিংয়ে আরো জানান, এ হত্যা মামলার
এজাহারভুক্ত দুই আসামি চর বালিয়া গ্রামের আঃ বারেক এর ছেলে আবু সাঈদ ও প্রবাসী শহিদুল ইসলাম এর ছেলে সাদ্দাম হোসেনকে ৩১ মার্চ বিকালে গ্রেফতার করা হয় এবং চর বালিয়া আয়নাল হকের ছেলে রুবেল মিয়াকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, এস আই শিব্বির আহমেদ,এস আই হুমায়ুন কবির সহ থানার অনান্য পুলিশ সদস্যরা।

উল্লেখ্য,উপজেলার চর বালিয়া গ্রামের উসর আলীর ছেলে উজ্জ্বল মিয়া। সে শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট অষ্টম শ্রেণীর একজন ছাত্র ছিলেন। গত বুধবার(২৭ মার্চ) সন্ধ্যায় মোবাইলে ফোন পেয়ে উজ্জ্বল বাড়ী থেকে বেরিয়ে যায়। পরে রাতে বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন আশপাশে খোঁজতে থাকে। না পেয়ে রাত ১১টায় উজ্জ্বল এর বাবা উসর আলী থানায় গিয়ে একটি নিখোঁজের ডায়রি করেন।

এ অবস্থায় গত রোববার (৩১ মার্চ) দুপুরে নিহতের বাড়ীর পাশে প্রতিবেশি আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে ট্যাংক স্লাপ সরিয়ে দেখে নিহতের লাশ। পরে এ সংবাদ থানা পুলিশকে জানালে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে এবং নিহতের লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক কে সহ ৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা উসর আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামিসহ এ পর্যন্ত ৪জন কে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১২:০৩   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতন্ত্র নস্যাৎ করতে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা চলছে: ড. মঈন খান
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন : রুমিন ফারহানা
কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
আইসিডিডিআর, বি ও ডিপিই’র ম্যানুয়াল প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবে: কর্মশালায় বক্তারা
বাংলাদেশের মাটি আ. লীগ-বিএনপির শাসন দেখতে চায় না : চরমোনাই পীর
এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকারের : সালাহউদ্দিন
সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
জুলাই শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ