ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ২২ মে ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ২২ মে ২০২৪ (বুধবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

উল্লেখযোগ্য ঘটনা
১৫৪৫: আফগান সম্রাট শের শাহ নিহত হন।
১৭১২: ষষ্ঠ ক্যারেল হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত
১৭৪৬: রাশিয়া ও অস্ট্রিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষর।
১৭৬২: সুইডেন ও প্রুশিয়া শান্তিচুক্তি স্বাক্ষর।
১৮০৩: কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন।
১৮৯৭: টেমস নদীর তলদেশে ব্ল্যাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯২৭: চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে দুই লাখ লোকের প্রাণহানি।
১৯৩৯: জার্মানির বার্লিনে ইতালি ও জার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
১৯৭২: সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৯০: উত্তর ও দক্ষিণ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ ঘোষণাপত্রে দুই ইয়েমেনকে একত্রীকরণের ঘোষণা করেন।
১৯৯৪: সম্মিলিত জার্মানির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোমান হারজগ।
২০০৪: ভারতের কংগ্রেস জোটের মনোনীত দেশটির ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ড. মনমোহন সিং শপথ গ্রহণ করেন।

জন্ম
১৭৭২: রাজা রামমোহন রায়, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক।
১৮২২: বাঙালি লেখক, সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্র।
১৮৫৯: আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক, শার্লক হোমসের গল্পসমূহের জন্য বিখ্যাত।
১৮৮৩: রাশিয়ার বিখ্যাত কবি ভ্লাদিমির মায়াকুভোস্কি।
১৯০৭: অ্যার্জে, বেলজীয় কমিকস লেখক ও চিত্রকর।
১৯০৭: লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক।
১৯১৭: সুনীতি চৌধুরী ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী।
১৯৪৬: জর্জ বেস্ট, আইরিশ ফুটবলার।
১৯৭০: রাজকুমারী এলিজাবেথ।

মৃত্যু

১১৫৭: জাপানের সম্রাট গো-রেইজেই।
১৫৪৫: আফগান সম্রাট শের শাহ।
১৮৮৫: ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী।
১৮৯৮: এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক ও সমাজতন্ত্রী
১৯৬৬: টম গডার্ড, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৬৭: মার্কিন কবি ল্যাংস্টন হিউজ।
১৯৯১: শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা।
২০১১: চিদানন্দ দাসগুপ্ত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ।
২০১৮: তাজিন আহমেদ, বাংলাদেশি অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক।

বাংলাদেশ সময়: ১৫:২৫:০০   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ডায়াবেটিস রোগীকে মারধরের অভিযোগ, থানায় মামলা
ক্ষমতা লাভের জন্য কেউ যেন ধর্মকে ব্যবহার না করি: সালাহউদ্দিন
ডাকসু-জাকসু-চাকসুর প্রতিচ্ছবি আগামীতেও জাতি দেখবে : জামায়াত আমির
বাংলাদেশ-উগান্ডা পররাষ্ট্র দপ্তরের পরামর্শ চুক্তি স্বাক্ষরিত
যা মানুষ বোঝে না তা কেন হবে, পিআর নিয়ে প্রশ্ন মির্জা ফখরুলের
সনদে স্বাক্ষর না করলে কালোমেঘে ছেয়ে যাবে দেশের আকাশ: রিজভী
মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
চানখারপুলে ৬ হত্যা : উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্যগ্রহণ শুরু
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ঠেকাতে রাঙ্গামাটিতে হরতালের ঘোষণা
চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ