নিজেদের মধ্যে কোন্দল ছেড়ে ভোটারদের কাছে যান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজেদের মধ্যে কোন্দল ছেড়ে ভোটারদের কাছে যান
শুক্রবার, ২৪ মে ২০২৪



নিজেদের মধ্যে কোন্দল ছেড়ে ভোটারদের কাছে যান

নিজেদের মধ্যে কোন্দল বাদ দিয়ে প্রার্থীদের ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। শুক্রবার (২৪ মে) দুপুর ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসনের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন। এদিন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

সভায় বগুড়ার তৃতীয় ও চতুর্থ দফার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানান। পরে বেগম রাশেদা সুলতানা বক্তব্য দেন।

তিনি বলেন, ভোটাররা কেন্দ্রে কেন আসেন না, সেটি প্রার্থীদেরকেই দেখতে হবে। আপনারা বলেছেন ভোটাররা আতঙ্কিত। এ জন্য আমি বলব আপনারা এমন কিছু করবেন না যাতে ভোটাররা আতঙ্কিত হন।

প্রার্থীদের পরামর্শ দিয়ে বেগম রাশেদা সুলতানা বলেন, আপনারা নিজেদের মধ্যে কোন্দল বাদ দেন। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে ভোটারদের কাছে যান। তাদের কাছে গিয়ে ভোট চান। কারণ আপনাদের মূল লক্ষ্য হবে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিত নিশ্চিত করা। ভোটাররা নির্বিঘ্নে যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে বিষয়ে লক্ষ্য রাখেতে হবে। নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে, এটা আমাদের অঙ্গীকার।

মতবিনিময় সভায় বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী প্রার্থীরা এখন ডিজিটাল মাধ্যমে প্রচার করতে পারবেন। তবে তাদের কারও চরিত্র হনন হয় এমন কথা প্রচার করা যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না। ডিজিটাল মাধ্যমে কি কি কথা প্রচার করবেন তা রিটার্নিং কর্মকর্তাদের কাছে আগে জানাতে হবে।

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান, পুলিশের রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ফয়সল মাহমুদ, রাজশাহী রিজিওনাল নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, ১৬ বিজিবি নওগাঁর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:২৮   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ
ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরিয়ে নেয়া হলো ১ লাখ বাসিন্দাকে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি আগ্রাসন, নিহত ৬৯ হাজার ছাড়াল
রাজশাহীতে যুবদল নেতার শ্বশুরবাড়িতে বোমা হামলা
৮ ম্যাচ পর গোল হজম করলো আর্সেনাল, চেলসির জয়
জোড়া গোল ও অ্যাসিস্টের ম্যাচে মেসির রেকর্ড, মায়ামি উঠলো সেমিফাইনালে
শীতের আগমনী বার্তায় পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ