আনার হত্যার আসামি ফেরাতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করবে ভারত : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আনার হত্যার আসামি ফেরাতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করবে ভারত : স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ১ জুন ২০২৪



আনার হত্যার আসামি ফেরাতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করবে ভারত : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল মামলা ভারতে হয়েছে এবং মূলহোতা আকতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কাছে ভারত আবেদন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি সংঘটিত হয়েছে ভারতে, কাজেই মূল হত্যাকাণ্ড অনুযায়ী মামলাটা ভারতেই হয়েছে। সেখানে যদি আমাদের সম্পৃক্ত করে আমরা সহযোগিতা করব। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই অনুযায়ী হত্যার ঘটনার মূলহোতা আকতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনতে ভারত যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করবে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম। যেহেতু ঘটনা ঘটেছে ভারতে, সেহেতু তারা বিষয়টি দেখছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, হত্যায় জড়িত আরেকজন সিয়াম। জবানবন্দি অনুযায়ী তিনি নেপালে রয়েছেন। তাকে ফিরিয়ে আনার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রীসহ আমরা সবাই খুবই উদ্বিগ্ন। যে যেখানেই আছে তাদের ফিরিয়ে আনতে আমরা তৎপর। একজন সংসদ সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করবে আর আমরা বসে থাকব এটা হতে পারে না।

মন্ত্রী বলেন, আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে, যারা এই খুন করেছে বা খুনে সহযোগিতা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। নেপালে যে আছে, তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেটা আমরা করছি। তদন্ত চলছে, আমরা সুনিশ্চিতভাবে বলতে পারছি না তিনি কোথায় আছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৮:৪৩   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আজকের রাশিফল
তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান: খোরশেদ
পিআর পদ্ধতির নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না: সাখাওয়াত
তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
আড়াইহাজারে বাবাকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার
কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময়
অসুস্থ বিএনপি নেতা জামালউদ্দিন কালুর পাশে মাসুদুজ্জামান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ