
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কুরআন
মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞাতবশত আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া লয় এবং আল্লাহ প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা বিদ্রপ করে। উহাদিগেরই জন্য রহিয়াছে অবমাননাকর শাস্তি। (সূরা লুকমান : ৬)
আল হাদিস
বিদ্যার জন্য যে জীবন উৎসর্গ করে তাহার মৃত্যু নাই।
[ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত স্যার আবদুল্লাহ সূহরাওয়ার্দীর ‘রাসুলুল্লাহ (সা) এর বাণী’ থেকে]
তোমার সৃষ্টিকর্তাকে কি ভালবাসো? তাহা হইলে প্রথমে তোমার সগোত্রদের ভালবাসিবে।
বাংলাদেশ সময়: ০:১২:৩৪ ১৩৫ বার পঠিত