আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি : পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি : পলক
শুক্রবার, ২৮ জুন ২০২৪



আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জনপ্রতিনিধি হিসেবে ১৫ বছর ধরে ৫ লক্ষ মানুষের দায়িত্ব পালন করছি। একটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে, অনেক সময় কিন্তু পরিবারের কর্তা সবার মন জয় করতে পারে না। সব কাজ করতে পেরেছি এ দাবি করব না। তবে চেষ্টার কোনো ত্রুটি করিনি। আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি

আজ শুক্রবার (২৮ জুন) সকাল ১১টায় সিংড়ার বাসভবনে ক্যান্সার ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি এমপি থাকা অবস্থায় আমার ব্যক্তিগত তহবিলে যা এসেছে তা স্বচ্ছতার ভিত্তিতে প্রকাশ্যে বিতরণ করেছি, আমি কোথাও এক টাকার দুর্নীতিও করিনি। ৩৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অন্য দল ক্ষমতায় ছিল, তারা কখনও এভাবে কৃষকদের ডেকে সার-বীজ দেয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান লিখন, শামীমা হক রোজী, সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ প্রমুখ।

জানা যায়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ জন ব্যক্তিকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৭৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদানের চেক এবং প্রণোদনার আওতায় ২২০০ ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪৫০জন কৃষককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৪১   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
তারেক রহমানের সঙ্গে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ডার্বিতে সিটিকে উড়িয়ে ক্যারিকের ইউনাইটেডের দুর্দান্ত শুরু
দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা
বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন - নৌপরিবহন উপদেষ্টা
ফতুল্লায় বিপুল ভারতীয় কসমেটিকস আটক করলো কোস্টগার্ড
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০
নির্বাচনে মাঠে থাকার ঘোষণা রেজাউল করিমের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ