অতিভারি বৃষ্টির আভাস, এইচএসসি পরীক্ষা নেয়ার ক্ষেত্রে নির্দেশনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অতিভারি বৃষ্টির আভাস, এইচএসসি পরীক্ষা নেয়ার ক্ষেত্রে নির্দেশনা
রবিবার, ৩০ জুন ২০২৪



অতিভারি বৃষ্টির আভাস, এইচএসসি পরীক্ষা নেয়ার ক্ষেত্রে নির্দেশনা

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব এবং মৌসুমি বায়ুর কারণে দেশের আট বিভাগেই আগামী কয়েকদিন মাঝারি থেকে অতিভারি বৃষ্টির তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।

এরই মধ্যে রোববার (৩০ জুন) সিলেট বোর্ড বাদে অন্য সব শিক্ষাবোর্ডে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথমদিনে বৃষ্টির কারণে পরীক্ষার্থী ও অভিভাবকদের চরমমাত্রায় ভোগান্তি পোহাতে হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই বৃষ্টি হয়েছে। এ কারণে বিভিন্ন জায়গায় যানজটে অনেক পরীক্ষার্থীকে দেরিতে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী ভেজা শরীরে তিন ঘণ্টার পরীক্ষায় অংশ নিয়েছেন। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা।

এ অবস্থায় ঝড়বৃষ্টির মধ্যে পরীক্ষাগ্রহণে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায় যে, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

এছাড়া অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরুতে আধাঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় সেই আধাঘণ্টা বা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:০৪   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার
সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার
মাসুদুজ্জামানের পক্ষে ২৪নং ওয়ার্ডে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ
দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য: গিয়াসউদ্দিন
নির্বাহী অফিসারদের মন্দির পরিদর্শনের নির্দেশ ডিসির
জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ বিনিয়োগকারীদের উৎসাহিত করবে: নৌপরিবহন উপদেষ্টা
মহালয়ার মধ্যদিয়ে দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু
৭৮ শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট : জরিপ
মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ