প্রথম কেমোর পর কেমন আছেন হিনা খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথম কেমোর পর কেমন আছেন হিনা খান
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



প্রথম কেমোর পর কেমন আছেন হিনা খান

ক্রমশ মহামারিতে আকার নিচ্ছে ক্যান্সার। সারাবিশ্বে মহিলাদের মধ্যে নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেন না তারকারাও। এবার এ রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী হিনা খান।

এদিকে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে প্রথম কেমো নিলেন এ অভিনেত্রী। হাসপাতাল থেকে ভিডিও পোস্ট করেছেন তিনি। কেমো নিতে যাওয়ার সময় ভয় পাননি, বরং বলেছেন, ‘সমস্ত বাহারি চাকচিক্য শেষ, হাসপাতালে রয়েছি প্রথম কেমো থেরাপির জন্যে, সুস্থ হয়ে ফিরব।’

হিনা ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর যেদিন জানতে পারেন সেদিন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই খবর পেয়েছিলেন, তবু ভেঙে পড়েননি। বরং দারুণ সেজেগুজে অনুষ্ঠানে গিয়েছিলেন হিনা।

ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এই অনুষ্ঠানের রাতেই জানতে পারি আমি ক্যান্সারে আক্রান্ত। সচেতন ভাবেই সিদ্ধান্ত নিই এ দিনের অনুষ্ঠানে যাওয়ার। নিজের জন্য নয়, অন্যদের জন্য। এই দিনটা আমার জীবনের কঠিনতম দিন, সে দিন থেকে সব বদলে গেল। তাই ভাবলাম ভাল কিছু দিয়েই শুরু করা যাক।’

এর আগে হিনা নিজেই জানিয়েছেন, এই কঠিন সময় নিয়ে মোটেও ভয় পাচ্ছেন না তিনি। বরং তিনি নিশ্চিত তার এই লড়াই আগামীতে অনেককে অনুপ্রেরণা জোগাবে। স্তন ক্যানসারের বিষয়ে অভিনেত্রী তার পোস্টে লিখছেন, ‘মনে রাখবেন, আমাদের শরীরে ক্ষত তৈরি হতে পারে। কিন্তু আমরা যেন একদম ভয় না পাই।’

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে হিনা লিখেছেন, ‘যে সকল নারী ও পুরুষেরা এই কঠিন রোগের সঙ্গে লড়ছেন, তাদের জন্য লিখছি। আশা রাখি, আমি যেন সাহস রাখতে পারি যাতে বহু মানুষ তাদের ভালোর জন্য আমার সফর থেকে উদ্বুদ্ধ হতে পারেন।’

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৪৪   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা
কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ
বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ডিএমপির দুঃখ প্রকাশ
বিএনপি ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে : সালাহউদ্দিন
রাঙামাটিতে বিদর্শন ভাবনা সম্মিলিত পূণ্যানুষ্ঠান কোর্স অনুষ্ঠিত
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
জনগণের ক্ষমতা ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর : ড. মাহদী আমিন
তরুণরাই দেশের রাজনৈতিক ভবিষ্যত পুনর্গঠন করবে : পররাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ