ফরিদপুরে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার তাগিদ ঢাকা বিভাগীয় কমিশনারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার তাগিদ ঢাকা বিভাগীয় কমিশনারের
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



ফরিদপুরে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার তাগিদ ঢাকা বিভাগীয় কমিশনারের

ফরিদপুরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, ‘শুধু ভালো ছাত্র আর ভালো অফিসার হলেই হবে না, সমাজের মানুষের কাছে প্রকৃত ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। শুধু পদ দখল করলেই হবে না, সেটি শেষ জীবনে কল্যাণ বয়ে আনবে না।’

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সাবিরুল ইসলাম আরও বলেন, ‘শিক্ষার্থীদের মূল ভিত্তি তৈরি করে স্কুল। আমাদের পাবলিক স্কুলগুলোতে যে শিক্ষাটা দেওয়া হয়, সেটি ভবিষ্যৎ জীবনের সহায়ক হয়।’

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, ‘আমাদের জনবল কাঠামো ও মানব সম্পদ দক্ষ করে তুলতে হবে। সেটি করতে না পারলে আমরা পিছিয়ে যাবো। তাই ভালো ছাত্র গড়ার পাশাপাশি সত্যিকারভাবে একটি সুসন্তান হিসাবে, সুনাগরিক হিসেবে সন্তানকে গড়ে তুলতে হবে। এই প্রতিষ্ঠান সেই ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পালসহ শিক্ষকমন্ডলী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:৫১:০৬   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সারাদেশে পবিত্র আশুরা পালিত
সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১
ফতুল্লায় স্টেডিয়ামের সামনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
মুসলিম বিশ্বের সহায়তায় ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
রিয়া গোপের বাড়িতে উপদেষ্টা ‘যুগের পর যুগ রিয়ার নাম থাকবে’
আলিম হয়ে জালেমদের উদাহরণ কিভাবে আনে: প্রশ্ন গিয়াসউদ্দিনের
পবিত্র আশুরায় ‘ইয়া হোসেন, হায় হোসেন’-এ মুখরিত নগরী
চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ, সরিষাবাড়ীতে চাঞ্চল্য
মবের সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ