ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘আপনজন’ নিয়ে এলেন শাকিব খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘আপনজন’ নিয়ে এলেন শাকিব খান
শনিবার, ১৩ জুলাই ২০২৪



ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘আপনজন’ নিয়ে এলেন শাকিব খান

একঝাঁক নায়িকা নিয়ে ‘আপনজনের’ লোগো উন্মোচন করলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

শনিবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ লোগো উন্মোচন করেন অভিনেতা। ‘রিমার্ক আপনজন’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানে এ সময় অথেনটিক কসমেটিকসের রিটেইল আউটলেট রিমার্কের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন শাকিব।

শাকিবের পাশাপাশি এ অনুষ্ঠানে দ্যুতি ছড়ান চিত্রনায়িকা দীঘি, পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরির মতো তারকারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্দেশে রিমার্ক নিয়ে এসেছে ‘আপনজন’।

এটি এমন এক ব্যবসায়িক উদ্যোগ যার সদস্য হলেই লাভবান হবেন ব্যবসায়ীরা। যেমন ‘আপনজন’-র সদস্যরা রিমার্ক থেকে যত টাকা মূল্যের পণ্য কিনবেন ঠিক তত পরিমাণ অর্থই আর্থিক সহায়তা হিসেবে পাবেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘আপনজন’-র সাথে যেসব ব্যবসায়ী যুক্ত হবেন তারা সবাই পরিবারের বিপদের সময় আর্থিক সহায়তা পাবেন।

সংবাদ সম্মেলনে ইমন বলেন, ‘আপনজন’-র সদস্যদের মৃত্যু হলে এক বছরে সে সদস্য যত টাকার পণ্য কিনেছেন তার পুরোটাই আর্থিক সহায়তা হিসেবে পাবেন এবং সদস্যের বকেয়া টাকাও মওকুফ করে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে শাকিব বলেন, একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছানো যায় না। কারণ প্রান্তিক পর্যায়ে কোনো পণ্য পৌঁছে দেন তারাই। তাই তাদের মৃত্যু মানে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয়, বিশাল একটি ইন্ডাস্ট্রির স্বপ্ন পূরণের মাঝপথে মৃত্যুও।

তিনি আরও বলেন, তাই ‘আপনজন’ একটি ভালোবাসার উদ্যোগ। এ ‘আপনজন’-র মাধ্যমেই ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক। এভাবেই একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করছি।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩৯   ৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পূজায় বিশৃঙ্খলা-অপতৎপরতার সুযোগ নেই: আইজিপি
স্বৈরাচার পুনর্বাসন হলে দেশ হবে জল্লাদের উল্লাসভূমি: রিজভী
কোনো দুর্নীতি করেননি, দাবি ডিএনসির ডিজির
একনেকে ২৪ হাজার কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন
বিশ্ব বসতি দিবস ২০২৪ এর আলোচনা অনুষ্ঠানে : উপদেষ্টা আদিলুর
কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা
উন্নয়নে বড় অবদান এনজিওগুলোর, তারপরও স্বীকৃতি মেলেনি : দেবপ্রিয়
ইসলাম ভিক্ষাবৃত্তি সমর্থন করে না
হিজবুল্লাহর রকেট হামলায় ফের কাঁপল হাইফা শহর, আহত ১০
করাচিতে ভয়াবহ বিস্ফোরণে ২ চীনা নাগরিক নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ