উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৃক্ষ নিধন নয়: পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৃক্ষ নিধন নয়: পরিবেশমন্ত্রী
মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪



উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৃক্ষ নিধন নয়: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যথাসম্ভব বৃক্ষ নিধন পরিহার করতে হবে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-’২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের জুন পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের পরিবেশের মানোন্নয়নে মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প যথাসময়ে ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। অর্থবছরের শুরুতেই কর্মপরিকল্পনা করে সে মোতাবেক কাজ করতে হবে।

প্রকল্প বাস্তবায়নে সফলতার হার ক্রমান্বয়ে বাড়ানোর ওপর জোর দেন তিনি।

মন্ত্রী চলমান প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নকালে স্থান থাকলে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। সফলভাবে বাস্তবায়নকারী প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের দক্ষতা ও কর্মসম্পাদনে সফলতা বিবেচনা করে যোগ্যদের স্বীকৃতি দেওয়া হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৩৭   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
আল কোরআন ও আল হাদিস
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি ৪ থেকে ৭ জানুয়ারি চীন সফর করবেন
বিশ্ব নেতাদের মানুষ ও পৃথিবীর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জাতিসংঘ প্রধানের
সোনারগাঁয়ে শব্দ দূষণকারী ৪ যানবাহনে জরিমানা
খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির শোক স্বাক্ষর ও দোয়া
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ: ২ প্রতিষ্ঠান গুড়িয়ে অপরটিকে জরিমানা
অসীম নির্যাতনের মুখেও খালেদা জিয়া মাথানত করেননি : আসিফ নজরুল
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে কূটনীতিকদের স্বাক্ষর
ফরিদপুরে ‌মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ