ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার প্রস্তুত ইরান ও তার মিত্রদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার প্রস্তুত ইরান ও তার মিত্রদের
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার প্রস্তুত ইরান ও তার মিত্রদের

ইরান ও তার আঞ্চলিক মিত্ররা বৃহস্পতিবার হামাস এবং হিজবুল্লাহ নেতাদের হত্যার জন্য প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
তেহরানের কেন্দ্রস্থলে ইসমাইল হানিয়ার শেষকৃত্যে সমবেত শোক পালনকারীরা এই হত্যার প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছে। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
ইরানের রাজধানীতে বৃহস্পতিবার হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার শেষকৃত্যে বিপুল জনতা যোগ দিয়েছে। ইসমাইল হানিয়া সেখানে বুধবার ভোরে এক হামলায় নিহত হন। ইরান ও হামাস এই হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। ইসরায়েল এ বিষয় কোনো মন্তব্য করেনি।
এরপর হানিয়ার মৃতদেহ কাতারে নিয়ে যাওয়া হয়,যেখানে তিনি থাকতেন এবং যেখানে শুক্রবার তাকে সমাহিত করা হবে। তার দল ফিলিস্তিনি ভূখন্ডে এবং সমগ্র অঞ্চল জুড়ে একটি প্রচন্ড ‘ক্ষোভের দিন’ পার করছে।
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, লেবাননের শীর্ষ সামরিক কমান্ডারের শেষকৃত্যে ভাষণ দিয়ে বলেছেন, ইসরায়েল এবং ‘যারা এর পিছনে রয়েছে তাদের অবশ্যই আমাদের অনিবার্য প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে’। লেবাননে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকরকে হত্যার কয়েক ঘন্টার মধ্যে হানিয়াকে হত্যা করা হয়।
ইসরায়েলকে উদ্দেশ্য করে হাসান নাসরুল্লাহ বলেছেন, ‘আপনারা জানেন না কোন লাল রেখা অতিক্রম করেছেন।’ ফুয়াদ শুকর দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় পরিস্থিতির জন্য অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রস্তুতিতে রয়েছে।’
তিনি বলেন, ‘যারা আমাদের উপর হামলা করবে, আমরা প্রতিশোধে আক্রমণ করব।’
হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ইরানের কর্মকর্তারা তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে তেহরানে বুধবার ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:০৯   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কাশ্মীরে পর্যটকদের ওপর গুলি, নিহত অন্তত ২৪
পোপ ফ্রান্সিস মারা গেছেন
গাজায় নিহত আরও ৫২, হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের হাজারো মানুষের বিক্ষোভ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৩৮ জন নিহত ১০২ জন আহত
মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক
স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতে কূটনীতিকদের সংবর্ধনা
পুতিনের সাথে আলোচনায় বসবেন কাতারের আমির
ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় ঐতিহাসিক চুক্তিতে পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশগুলো
বিক্ষোভের মধ্যেই সার্বিয়ায় নতুন সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ