সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ
রবিবার, ৪ আগস্ট ২০২৪



সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশের ফলে কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কোনো কিছুই ব্যবহার করা যাচ্ছে না।

রোববার (৪ আগস্ট) একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‌‘ফোরজি সেবা বন্ধের নির্দেশনা আমাদের কাছে এসেছে।’

জানা গেছে, মোবাইল ফোনে আবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুর ১টার দিকে এই সেবা বন্ধ করে দেওয়া হয়।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ৩১ জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয়।

এদিকে, অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও মুন্সিগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। এছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোনো নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:২০   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লাঠিচার্জেও সরেনি ইউআইইউ শিক্ষার্থীরা, দুর্ভোগে সাধারণ মানুষ
সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি
তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের
চেলসিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর ইতিহাস
ইরানি ড্রোন ইউনিট প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে বাংলাদেশ-চীন-পাকিস্তান
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
নারায়ণগঞ্জের সুনাম নষ্ট করেছে সন্ত্রাসীদের গডফাদাররা: গিয়াসউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ