ইউনুস সরকারকে অভিনন্দন জানালেন জামালপুরে রক্ত যোদ্ধারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউনুস সরকারকে অভিনন্দন জানালেন জামালপুরে রক্ত যোদ্ধারা
শুক্রবার, ৯ আগস্ট ২০২৪



ইউনুস সরকারকে অভিনন্দন জানালেন জামালপুরে রক্ত যোদ্ধারা

জামালপুর প্রতিনিধি : সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। সেই ইউনুস সরকারকে অভিনন্দন জানিয়েছেন জামালপুরের আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে থেকে রক্তদানকারী সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটির ‘স্পেশাল রেসপন্স টিম’।

শুক্রবার (৯ আগষ্ট) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটির সভাপতি ও সমন্বয়ক মোঃ বোরহানউদ্দিন সংগঠনের পক্ষ থেকে তিনি এ অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, সাম্প্রতিককালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ গুলি বর্ষণ করে। পরে আন্দোলনের উত্তালতা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায়।

এরই ধারাবাহিকতায় জামালপুরের শিক্ষার্থীরাও শুরু করে আন্দোলন। উত্তাল হয়ে উঠে জামালপুর জেলা শহরাঞ্চল সহ প্রতিটা উপজেলায। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তের প্রয়োজনে পাশে ছিল জেলার বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি স্পেশাল রেসপন্স টিম। জামালপুর সদর, সরিষাবাড়ী, মেলান্দহ, ইসলামপু্র, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও বক্সীগঞ্জ উপজেলায় সর্বদা প্রস্তুত ছিল এই রক্তদানকারী সংগঠন।

এছাড়াও স্পেশাল রেসপন্স টিমের অন্যতম সমন্বয়ক রাসেল হোসাইন বলেন, জামালপুরে আন্দোলনের শুরু থেকেই রক্তদাতা প্রস্তুত করে রেখেছি । এখনও আমাদের টিম কাজ করছে। প্রয়োজন হলে আমাদের জানাবেন আমরা সবসময় পাশে আছি।

স্পেশাল রেসপন্স টিমের অন্যান্য সদস্যরা হলেন, আসাদ, রাসেল, মুক্তাদির,বোরহান,শাকিল, দিহান ইউসুফ,সানাউল্লাহ, ওমর ফারুক,তাল্লাদ,সাহেদ, প্রমুখ।

উল্লেখ্য যে, ২০২০ সাল থেকে সংগঠনটি মানুষকে বিনামূল্যে রক্ত ও সচেতন করতে কাজ করে যাচ্ছেন।
যেকোন গ্রুপের রক্তের প্রয়োজনে জামালপুর জেলা স্পেশাল রেসপন্স টিম প্রস্তুত। যোগাযোগ করুন এই নাম্বারে - ০১৯৬৮৬১৫৯০৬ ।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:১২   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন
দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : জাহিদ
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের স্বপ্নকে মূল্যায়ন করেছেন: মান্নান
প্রশ্ন ফাঁসের মতো একটি বিপর্যয় ও অটো পাস দেখেছি: এসপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ