পুনরায় জামালপুর এক্সপ্রেস ও ধলেশ্বরী ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুনরায় জামালপুর এক্সপ্রেস ও ধলেশ্বরী ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



পুনরায় জামালপুর এক্সপ্রেস ও ধলেশ্বরী ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ থাকা আন্ত নগর জামালপুর এক্সপ্রেস ও ধলেশ্বরী মেইল ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন প্ল্যাটফরমে প্রিয় সরিষাবাড়ী ফেসবুক গ্রুপ ও সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত জুলাই মাসে ছাত্র আন্দোলন চলাকালীন সময় আন্ত নগর জামালপুর এক্সপ্রেস-৭৯৯ ট্রেনটিকে অনিদির্ষ্টকালের জন্য বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। পরবর্তীতে সেই ট্রেনের রেক ব্যবহার করে পারাবত এক্সপ্রেস ট্রেন হিসেবে ঢাকা হতে সিলেট রুটে চলাচলের পাঁয়তারা করা হচ্ছে।

এছাড়াও ধলেশ্বরী মেইল-৮০০ ট্রেনটিও বন্ধ হয়ে আছে। এতে ঢাকা-ভূঞাপুর লাইনের সব যাত্রীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে ট্রেন দুটি ফের চালুর দাবিসহ আট দফা দাবি জানান তারা।

আট দফা দাবি হলো ৩৬ ঘণ্টার মধ্যে ১. জামালপুর এক্সপ্রেস ধলেশ্বরী এক্সপ্রেস চালু করার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে অফিশিয়াল নোটিশ প্রদান, ২.ধলেশ্বরী এক্সপ্রেসের জন্য নির্দিষ্ট ইঞ্জিন বরাদ্দ ও পূর্বে শিডিউল অনুযায়ী ১২টা ৪০ মিনিটের শিডিউল।৩.আন্ত নগর যমুনা ও অগ্নিবীণা ট্রেনের রেক পরিবর্তন। ৪.পুরাতন সব কাঠের এবং ইস্পাতের পরিবর্তন করে কংক্রিটের স্লিপার। ৫. প্রস্তাবিত ডাবল লাইনের কাজ দ্রুত সময় শেষ করা। ৬. ঢাকা তারাকান্দি সেকশনে আরো ট্রেন সংযোজন ও সকাল ১০টায় ঢাকা অভিমুখী ট্রেন দিতে হবে। ৬. অর্থাৎ শিডিউল পরিবর্তন। ৭. প্রস্তাবিত সরিষাবাড়ী স্টেশনের কাজ দ্রুত শেষ করা। ৮. জামালপুর সরিষাবাড়ী সেকশনে আসন সংখ্যা বৃদ্ধিসহ কালোবাজারি এবং সব ধরনের রেলওয়ে দুর্নীতির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন ,সোহাগ মিয়া, জাকারিয়া ইসলাম মিনহাজ, আরিফুল ইসলাম, জাহিদ হাসান মামুন, নবীন আহসান জিতু, মনির হোসেন, সেজনু সরকার ও জাওয়াত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৭:১৯   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
প্রিজাইডিং কর্মকর্তাদের ডিসি বললেন, মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন
বুধবার বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার
ধানের শীষ-খেজুর গাছের পক্ষে কাজ করবেন: সাখাওয়াত
আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা
ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
তারেক রহমানের সঙ্গে রিক্সা, ভ্যান অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ