আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪



আজকের রাশিফল

মেষ: প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম হলেও সফল হবেন না। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। সামাজিক কাজে অর্থব্যয় হতে পারে। বাইরের লোকের কারণে দুশ্চিন্তা বাড়বে। কেনাবেচা করার জন্য আজকের দিনটি শুভ। পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে।

বৃষ: শত্রুরা চক্রান্ত করে আপনাকে পিছিয়ে দিকে পারে। জমি ক্রয়-বিক্রয় করে প্রচুর লাভ করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। ব্যবসা নিয়ে কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে। কারও কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। কোনো আত্মীয়ের জন্য আপনার ক্ষতি হতে পারে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইনি কাজে সাফল্য লাভ করবেন। দুপুরের পরে ব্যবসায়ে সমস্যা বাড়তে পারে।

মিথুন: অসৎ সঙ্গ ত্যাগ না করলে সম্মানহানি হতে পারে। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। গোপন শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় শুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শ নেবেন। কোনো প্রতিবেশীর জন্য সংসারে ঝামেলা হতে পারে। শত্রুপক্ষকে মানিয়ে চলার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য সামনের কয়েকদিন খবি ভালো সময়। শখ পূরণ করতে অনেক খরচ হতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতির কারণ হতে পারে। পিতা-মাতার সঙ্গে ঝামেলা বৃদ্ধি পেতে পারে।

কর্কট: দীর্ঘ অপেক্ষার পর প্রেমে ভালো সময় আসতে চলেছে। বন্ধুদের সঙ্গে ঝামেলা অনেক দূর যেতে পারে। প্রবাসী কারও বাড়িতে আসার খবর পেতে পারেন। বিপদ আসলেও মাথা ঠাণ্ডা রাখুন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে চলুন। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় জটিলতা থাকলে তা কেটে যাবে। অতিরিক্ত রাগ সংযত করা দ্রুত প্রয়োজন।

সিংহ: মেরুদণ্ডের সমস্যার জন্য ভেঅগান্তি বাড়তে পারে। বাড়িতে হঠাৎ অতিথির আগমন হতে পারে। চাকরিজীবীদের জন্য সময়টা মোটেও ভালো নয়। সারা দিন ব্যবসা নিয়ে মানসিক চাপ থাকবে। সন্তানদের ব্যাপারে ভালো কোনো খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, তাই সতর্ক থাকুন। বাড়িতে কাজের লোকের সঙ্গে ঝামেলা হতে পারে।

কন্যা: ধর্ম বিষয়ক আলোচনা থেকে মানসিক পরিবর্তন হতে পারে। অযথা ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা বাড়বে। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। শিক্ষার্থীরা শুভ ফল লাভ করবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, অপমানিত হতে পারেন। কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ভাইয়ের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন। স্বর্ণ ব্যবসায়ে উন্নতির সুযোগ আসবে। আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে। ভালো কাজে সুনাম হতে পারে। অযথা তর্কে জড়াবেন না, সমস্যা হতে পারে।

তুলা: প্রেমে বাধা থাকবে। নতুন সম্পর্কে জড়ানোর আগে ভালো করে চিন্তা করুন। সহকর্মীদের কাছ থেকে ভাল ব্যবহার পেতে পারেন। সারা দিন নানা দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে। শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। অভিনয় শিল্পীদের জন্য খুব ভাল সুযোগ আসতে পারে। বাড়ি নির্মাণ নিয়ে চিন্তা বাড়তে পারে।

বৃশ্চিক: স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নষ্ট হতে পারে। কর্মস্থরে একটু সাবধানে কাজ করুন, আঘাত লাগতে পারে। আধ্যাত্মিক কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময়। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কোনো কিছু প্রাপ্তিতে আনন্দ লাভ। কর্মস্থলে সুনাম বৃদ্ধি পাবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু উপহার পেতে পারেন। হতাশার কারণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু: অপরের কথায় সংসারে অশান্তি হতে পারে। পুরনো কোনো আশা পূরণের চেষ্টা করতে পারেন, সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনো ভাল কাজ আপনাকে আনন্দ দেবে। বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে। ব্যয় কম হবে। উচ্চশিক্ষার জন্য সময়টা মোটেও ভালো নয়। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তি হবে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেয়া প্রয়োজন।

মকর: চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। বন্ধুদের কথায় চললে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যানবাহন চলাচলে বাড়তে সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি হতে পারে। পুরনো কোনো পাওনা আদায় হতে পারে। সারা দিন মনে কোনো কারণে ভয় কাজ করবে। কারও কাছ থেকে কোনো মূল্যবান বস্তু নেয়ার আগে ভালো করে চিন্তা করুন। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন।

কুম্ভ: পুলিশদের জন্য দিনটি খুবই অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্বামীর সঙ্গে ঝামলো হতে পারে। কর্মচারীদের নিয়ে ঝামেলা হতে পারে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। যানবাহনে চলাচলে বিপদের আশঙ্কা রয়েছে। মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে চুরি হতে পারে। মনের কোনো উচ্চাশা আজ প্রকাশ করতে যাবেন না। মামলা-মোকদ্দমার জন্য খরচ বাড়তে পারে। সাংসারে শান্তি বজায় থাকবে।

মীন: দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। চাকরিজীবীদের জন্য খুব খরচের সময়। কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে। প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে। কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না। দুপুরের পর বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে। যানবাহন চালানো বা চড়ার সময় সতর্ক থাকতে হবে। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:৩৮:০৯   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ১২ আনসার সদস্য আহত
‘পথ ভুলে’ বাংলাদেশে ঢুকে আটক বিএসএফ সদস্য
ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, শঙ্কা কাটেনি : রিজভী
প্রথম আলো–ডেইলি স্টারে আগুন দেওয়াদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা
মব সন্ত্রাসের ইন্ধনদাতাদের প্রতিহত করবে ছাত্রদল: রাকিব
তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
গণমাধ্যমে হামলার দৃশ্য সারা বিশ্ব দেখেছে, এটা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন
রাঙামাটি ২৯৯ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ