ভ্যানে লাশের স্তূপ: রোমহর্ষক বর্ণনা দিলেন আশুলিয়ার বাসিন্দারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভ্যানে লাশের স্তূপ: রোমহর্ষক বর্ণনা দিলেন আশুলিয়ার বাসিন্দারা
সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪



ভ্যানে লাশের স্তূপ: রোমহর্ষক বর্ণনা দিলেন আশুলিয়ার বাসিন্দারা

শিক্ষার্থীরা পুলিশের ধাওয়ায় আশ্রয় নেয় একটি বাড়িতে। এতেও হয়নি শেষ রক্ষা। সেখানেই পুলিশের এলোপাতাড়ি গুলিতে ছয় জন নিহত হন। পরে লাশগুলো ভ্যানে করে সরিয়ে নেয়া হয়। এসময় বাধা দিলে স্থানীয়দের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ে পুলিশ। ৫ আগস্টের সে ঘটনার

ছাত্র- আন্দোলনের সময় শিক্ষার্থীদের গুলি করে হত্যা, এরপর লাশ ভ্যান গাড়িতে করে স্তূপ করে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ভাসছে। সেখানে দেখা যায়, লাশ গুম করতে তৎপর একদল পুলিশ। সেখানে নেতৃত্ব দিচ্ছে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আরাফাত হোসেন।

গত ৫ আগস্ট সাভারের আশুলিয়া থানার সামনে ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ে হত্যার রাজত্ব কায়েম করে পুলিশ। ভয়ংকর সেই দিন আর কী কী ঘটেছিল তার রোমহর্ষক বর্ণনা দেন প্রতক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পুলিশের গুলিতে লাশের পর লাশ পড়ছিল। পরে পুলিশ ওই লাশগুলো গাড়িতে তুলে নিয়ে আগুন দেয়। লাশগুলো যেন না পুড়ে, সেজন্য পানি নিয়ে আগুন নেভাতে বের হয়েছিলাম। কিন্তু আমাদের দিকেও গুলি ছুড়ে। থানার সামনে শুধু রক্ত আর রক্ত!

নিহতের স্বজনরা হত্যাযজ্ঞে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এক নিহতের স্বজন মো. শাহিন বলেন, লাশ পুড়ে যাওয়ার কারণে চিনতে পারিনি। পরে ভিডিও বের হওয়ার পর পোশাক দেখে চিনতে পেরেছি। এ ঘটনার বিচার চাই।

গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রায় শতাধিক।

বাংলাদেশ সময়: ১২:৪০:২৩   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
কাতার ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ
“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
জনগণের ম্যান্ডেট না নিয়ে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ