‘কেমন না.গঞ্জ চাই’ জানালো শিক্ষার্থীরা, বিএনপির বিরুদ্ধে আনলো নানা অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘কেমন না.গঞ্জ চাই’ জানালো শিক্ষার্থীরা, বিএনপির বিরুদ্ধে আনলো নানা অভিযোগ
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪



‘কেমন না.গঞ্জ চাই’ জানালো শিক্ষার্থীরা, বিএনপির বিরুদ্ধে আনলো নানা অভিযোগ

‘কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে গণসংহতি আন্দোলন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১২টায় শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগারের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সভাটি চলে বিকেল ৫টা পর্যন্ত। এসময় নারায়ণগঞ্জ নিয়ে উপস্থিত ছাত্র প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধের কথাও তুলে ধরেন তারা।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল।

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন এর সভাপতি ফারহানা মানিক মুনা, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, আবদুল আল মামুন, সিদ্ধিরগঞ্জ কমিটির মাহমুদ কলি হারুন, জিয়াউর রহমান জয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, মানবাধিকার কর্মী নাজমুল হাসান রুমি প্রমুখ।

নারায়ণগঞ্জ নিয়ে শিক্ষার্থীদের চাওয়া এবং বিভিন্ন অভিযোগ-

*খানপুর ভিক্টোরিয়া হাসপাতাল এর উন্নতি করতে হবে। সরকারি হাসপাতালের ভিজিট বানিজ্য, টেস্ট বানিজ্য বন্ধ করতে হবে।
*ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে। সকল ফুটপাতকে একটি নিয়মের মধ্যে আনতে হবে। অটোরিকশা অপসারণ করতে হবে।
*মাদকমুক্ত, চাঁদাবাজি বন্ধ করতে হবে। এর আগে, আমাদের সিটি করপোরেশন ঠিক করতে হবে।
*১৫ বছরের ক্ষুধার্থরা মাঠে নেমেছে। বিএনপি ফুটপাত-আটোরিকশা থেকে চাদা নিচ্ছে। আগে একদল করতো এখন আরেক দল করছে।
* ক্রীড়া সংস্থা ধ্বংস করেছে টিটু। এখন থেকে ক্রীড়া সংস্থায় যাতে কোন রাজনীতি না চলে। ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার চাই।
*আজকাল সবাই সমন্বয়ক বলে লাভ নেওয়ার চেষ্টা করছে।
*নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
*বিএনপির পাতি নেতারা উৎপাত শুরু করছে, পুলিশ কেন এখনো দুর্নীতি করছে।
*নারায়ণগঞ্জের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করতে হবে, টেস্ট বানিজ্য বন্ধ করতে হবে।
* সকল হত্যার বিচার করতে হবে।
*নারায়ণগঞ্জের গণমাধ্যম গুলোকে স্বাধীন হতে হবে।
*কাশিপুরে মাদক, চাদাবাজ, সন্ত্রাস বাড়ছে। পুলিশ কিছু করছে না।
*যারা ছাত্রদের উপর গুলি চালাইসে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
*শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়েছে।
*বাজে জায়গায় ছাত্রদের নিয়ে বিভিন্ন কাজ করা হচ্ছে।
*শেখ হাসিনা-খালেদা জিয়ার শত্রুতা দেশটা কে ধ্বংস করছে।
*যেখানেই অপরাধ সেখানেই আওয়াজ তুলতে হবে।
*নারায়ণগঞ্জে কারখানা গুলো আমাদের গ্যাসও কিনে নেয়, তাই আমাদের বাসা বাড়িতে গ্যাস থাকে না। তারা যাতে নিজেরা নিজেদের গ্যাস উৎপাদন করে, এমন ব্যবস্থা করতে হবে।
*নারায়নগঞ্জে বহু ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। তাদের সার্টিফিকেট গুলো জাচাই করতে হবে।
*শীতলক্ষ্যা নদীর পানি আমাদের পরিস্কার করতে হবে।
*নারায়নগঞ্জে একটি ফুটওভার ব্রিজ অথবা আন্ডারপাস নির্মান করতে হবে। একটি জেব্রা ক্রসিং এর দরকার আছে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৫৫   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যেকোন দুর্যোগে সরকার সবসময় মানুষের পাশে আছে : প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
না.গঞ্জে আইজিপি ময়নুল ‘পূজা নিয়ে কোন অপতৎপরতা সহ্য করবো না’
রূপগঞ্জে সহযোগীসহ যুবলীগ নেতা সাত্তার গ্রেফতার
আইনের সমঅধিকার নিশ্চিতে কাজ করছি : ফারুক ই আজম
ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের : নাহিদ ইসলাম
দেশের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার দায়িত্ব সকলের- ধর্ম উপদেষ্টা
দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রূপান্তরিত করবে- পার্বত্য উপদেষ্টা
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৫০ বাংলাদেশি
দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ