নেপালে মানবাধিকার পুরস্কার পেলেন শাহাদাত রাসএল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেপালে মানবাধিকার পুরস্কার পেলেন শাহাদাত রাসএল
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



নেপালে মানবাধিকার পুরস্কার পেলেন শাহাদাত রাসএল

এবিএম, নেপাল কালচার অ্যান্ড ফিল্ম সেন্টার ও দ্য ব্রিটিশ কলেজ অব নেপালের যৌথ আয়োজনে ১৫ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো ‘ইন্টারন্যাশনাল এচিভারস অ্যাওয়ার্ড ২০২৪’।

এখানে মানবাধিকারের ক্ষেত্রে অবদান রাখায় ‘বেষ্ট হিউম্যান রাইটস এক্টিভিস্ট’ অ্যাওয়ার্ড পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা শাহাদাত রাসএল।

চলচ্চিত্র ও লেখার মাধ্যমে মানবাধিকারের বিষয়কে তুলে ধরার জন্য তাকে এই অ্যাওয়ার্ডে নির্বাচিত করা হয়।

কাঠমান্ডু দ্য ব্রিটিশ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চলচ্চিত্র নির্মাতা শাহাদাত রাসএল।

শাহাদাত রাসএল বলেন, ‘আসলে এই অ্যাওয়ার্ডটা আমার কাছে বিশেষ; কারণ ফিল্মের জন্য অনেক অ্যাওয়ার্ড পেলেও এবারই প্রথম মানবাধিকার বিষয়ক কাজের জন্য অ্যাওয়ার্ড পেলাম। নিজে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করলাম এটা আনন্দের। এই অ্যাওয়ার্ড নিশ্চয়ই আমাকে ভবিষ্যৎ এ মানবাধিকার নিয়ে কাজের ক্ষেত্রে উৎসাহ জোগাবে।’

তিনি আরও জানান, ‘নেপালে ১২ সেপ্টেম্বর’ চতুর্থ স্পাইনি বাবলার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠান ছিল। সেখানে আমি আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের বিচারক হিসেবে ছিলাম। সেখানেও অংশগ্রহণ করলাম। বাংলাদেশ আর নেপালের মধ্যে একটা কালচারাল একচেঞ্জ প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে। নেপাল সরকার ও কিছু অর্গানাইজেশনের সাথে এই বিষয়ে আলোচনা চলছে। হয়তো শিগগিরই বিস্তারিত জানাতে পারবো।’

অনুষ্ঠানে অতিথি ছিলেন নেপালের সংস্কৃতি মন্ত্রী বিমল ঠাকুর, মিস ইউনিভার্স ডাক্তার সুহাসিনী সুদান মাদাম, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অর্গানাইজার অমল ভাগাত ও চলচ্চিত্র নির্মাতা ও অর্গানাইজার সন্তোষ সুবেদী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেপালের জনপ্রিয় উপস্থাপিকা সেসেমি লিম্বু।

এই আয়োজনে বিভিন্ন দেশের মানবাধিকার, সংগঠক, চলচ্চিত্র নির্মাতা, লেখক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সামাজিক বিভিন্ন বিষয়ের ওপর কাজ করা এবং উল্লেখযোগ্য অবদান রাখা মানুষকে সম্মানিত করা হয়।

শাহাদাত রাসএল এর আগেও তার নির্মিত কালার অব চাইল্ডহুড, ডেফিনেশন অব পলিটিক্স, সিটি অব লাইট, দ্য রিভার, ইনভিসিবল কোয়ারেন্টিন চলচ্চিত্রের জন্য আটমান্টাতে ১৭ আর্বান ফিল্মমেকার অ্যাওয়ার্ড, ওয়াশিংটন ডিসিতে অসাম্প্রদায়িক বাঙালি পদক, সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যালসহ ফ্রান্স, আমেরিকা, ভারত বাংলাদেশ থেকে একাধিক অ্যাওয়ার্ড অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৫৫   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৪
কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ
জয়পুরহাট পৌরসভায় বর্জ্য পৃথকীকরণে ডাস্টবিন বিতরণ
পাট খাতের উন্নয়নে ‘সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প’ কর্মসূচি শুরু
নাহিদ-হাসনাতদের দেখতে রাস্তার মানুষের ভিড়
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: উপদেষ্টা আসিফ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার
পাকিস্তানে বন্যায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: নজরুল ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ