যমুনা সার কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » যমুনা সার কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪



যমুনা সার কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা যমুনা সার কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে যমুনা সার কারখানা শ্রমিকদল আঞ্চলিক শাখা ও থানা শ্রমিক দলের আয়োজনে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা তারাকান্দি এলাকায় সরিষাবাড়ী-ভুয়াপুরগামী প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি সরিষাবাড়ী-ভুয়াপুরগামী প্রধান সড়ক প্রদক্ষিণ
করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে কারখানার কয়েকশ শ্রমিক-কর্মচারী ও সার ব্যবসায়ীরা অংশ নেন।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চলতি বছরের গত ১৫ জানুয়ারি গ্যাস সংকটের অজুহাতে তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এরপর হতে দীর্ঘ প্রায় ৮ মাস যাবৎ কারখানাটি বন্ধ রয়েছে। বিগত দিনে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে কারখানাটি ধ্বংস করেছে। এখন যমুনা সার কারখানাকে বাঁচাতে হলে গ্যাস সরবরাহ করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন বক্তারা।

তারা আরো বলেন, বন্ধ থাকা কারখানার বিভিন্ন মুল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। তাই অনতিবিলম্বে যমুনায় গ্যাস সংযোগ প্রদান না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা।

এতে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চান মিয়া চানু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, কৃষক দলে আহবায়ক আব্দুল মজিদ ও মনিরুজ্জামান আদম সহ রাশেদুজ্জামান লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৩১   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: ডা. জাহিদ
‘আমজনতার দল’কে অবশ্যই নিবন্ধন দিতে হবে : রাশেদ খান
কঠোর নির্দেশ দেয়া হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাইলস্টোন দুর্ঘটনার প্রতিবেদন জমা, যা জানালেন প্রেস সচিব
৯১ আসনে প্রার্থী ঘোষণা করল গণসংহতি
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে আর্জি বিএনপির
পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: উপদেষ্টা আদিলুর
এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি : নাহিদ ইসলাম
হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ করা নিয়ে মতামত দিলেন জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ