সরকারের মুখের সুন্দর কথা নয়, বাস্তবে প্রতিফলন দেখতে চান শিক্ষকরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের মুখের সুন্দর কথা নয়, বাস্তবে প্রতিফলন দেখতে চান শিক্ষকরা
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪



সরকারের মুখের সুন্দর কথা নয়, বাস্তবে প্রতিফলন দেখতে চান শিক্ষকরা

দেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের হামলা, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের মুখের সুন্দর কথা নয়, বাস্তবে প্রতিফলন দেখতে চান শিক্ষকরা। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান শিক্ষকরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার দুমাসও পার হয়নি। নানা জায়গা থেকে ভিন্ন স্বরে, ভিন্ন রাজনীতির কথা যারা বলছেন, তাদের কণ্ঠকে থামিয়ে দেয়া হচ্ছে। দেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী কর্মকাণ্ড ঘটছে। হামলা চালানো হচ্ছে। এভাবে চলতে থাকলে নাগরিকদের নিরাপত্তার অভাব তীব্রতর হবে।’

এ ব্যাপারে সরকারের সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান এই শিক্ষক।

তিনি আরও বলেন, ‘যেভাবে যেখানে দরকার, সেটাই করতে হবে সরকারকে। আলোচনার প্রয়োজন হলে আলোচনা, শক্ত হাতে দমন করার প্রয়োজন হলে সেভাবেই দমন করতে হবে। আবার আইন প্রয়োগ করতে হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শুধু মুখের সুন্দর কথা না, বাস্তবে প্রতিফলন দেখতে চাই। আরও তৎপর হতে হবে সরকারকে। মত প্রকাশের স্বাধীনতা দিয়েই বৈষম্য ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গীতি আরা নাসরীন বলেন, ‘আমরা কোনো বিশেষ মার্কার সরকারের পক্ষে-বিপক্ষে ছিলাম না। এখনও নেই। বিভিন্ন সংকট ও সাম্প্রতিক আক্রমণের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ছে না। তাই এসব ব্যাপারে কি বা কি ধরনের পদক্ষেপ নেয়া হবে, এ বিষয়ে পরিষ্কার বার্তা দেয়ার আহ্বান জানাই নীতি-নির্ধারকদের।’

বাংলাদেশ সময়: ১৫:১৭:৫০   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
ফতুল্লায় দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি
ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১২
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার
ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি’র বৈঠক
সংস্কৃতি উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ