চলমান সংঘাতের সমাধানে আরবদের সংহতি জোরদারের ব্যাপারে আশাবাদী তৌহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলমান সংঘাতের সমাধানে আরবদের সংহতি জোরদারের ব্যাপারে আশাবাদী তৌহিদ
বুধবার, ২ অক্টোবর ২০২৪



চলমান সংঘাতের সমাধানে আরবদের সংহতি জোরদারের ব্যাপারে আশাবাদী তৌহিদ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধানে সম্মিলিত প্রচেষ্টায় আরব দেশসমূহ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দৃঢ় সংহতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি আলদিন আহমেদ ফাহমির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠককালে পররাষ্ট্র উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে মিশরের রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশ যে মানবিক সহায়তা প্রদান করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ওমর জানান, মিশর ২০২৪ সালে ডি-৮ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। তিনি এ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের জন্য কায়রোর আমন্ত্রণ পৌঁছে দেন।
পররাষ্ট্র উপদেষ্টা ও রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সম্ভাব্য সুযোগ-সুবিধাকে কাজে লাগানোর লক্ষ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হন।
তারা আরও সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসাবে কৃষি, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল ও শিপিং খাতের ওপর জোর দেন।
রাষ্ট্রদূত ওমর উন্নত ভবিষ্যতের জন্য বাংলাদেশের অগ্রযাত্রায় মিশরের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ ও মিশরের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা ৭৯তম ইউএনজিএ চলাকালে তার মিশরীয় প্রতিপক্ষের সঙ্গে অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন।
২০২৪ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর আলোকে দ্বিপত্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বৈঠকে সহযোগিতার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৪০   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আজকের রাশিফল
তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান: খোরশেদ
পিআর পদ্ধতির নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না: সাখাওয়াত
তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
আড়াইহাজারে বাবাকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার
কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময়
অসুস্থ বিএনপি নেতা জামালউদ্দিন কালুর পাশে মাসুদুজ্জামান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ