সেনা ও র‌্যাবের পোশাকে ডাকাতি: আরও ৩ জন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনা ও র‌্যাবের পোশাকে ডাকাতি: আরও ৩ জন গ্রেফতার
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪



সেনা ও র‌্যাবের পোশাকে ডাকাতি: আরও ৩ জন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ নিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করা হলো। সেইসঙ্গে লুণ্ঠিত অর্থ ও মালামাল উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন: শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) এবং মো. মাসুদুর রহমান (৪৭)।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, মোহাম্মদপুরে সংঘটিত ডাকাতি মামলায় রোববার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সরাসরি জড়িত তিন ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই লাখ বিশ হাজার নগদ টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।

ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, ডাকাতির ঘটনায় ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে শনিবার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে ডাকাতি হওয়া ৭ লাখ টাকা উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে কিছু স্বর্ণ উদ্ধার করা হয়।

গত শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতে বেড়িবাঁধ এলাকায় একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ। একইসঙ্গে ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৭:০০   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সমৃদ্ধ কালচার: মাসুদুজ্জামান
পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ
জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ