ছাত্র আন্দোলনে হামলা করে গ্রেফতার দুর্ধর্ষ চাঁদাবাজ আসাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্র আন্দোলনে হামলা করে গ্রেফতার দুর্ধর্ষ চাঁদাবাজ আসাদ
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



ছাত্র আন্দোলনে হামলা করে গ্রেফতার দুর্ধর্ষ চাঁদাবাজ আসাদ

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী কথিত হকার নেতা চাঁদাবাজ আসাদকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার ২৩ অক্টোবর রাতে রুপগঞ্জের গাউছিয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

হকার সংগ্রাম পরিষদের আহবায়ক ও মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ওরুফে আসাদ (৪৫) সোনারগাঁয়ের ধন্দীর বাজার এলাকার বুরুমদী গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় আসাদ ও তার সহযোগীরা চাষাড়া এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ ঝাপিয়ে পড়ে। তার উস্কানি ও মদদে তার সহযোগী হকাররা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, যানবাহন, বাস স্টেশনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নি সংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসাদ নারায়ণগঞ্জ মহানগরের হকার সংগ্রাম পরিষদের আহবায়ক ও মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক পদ পেলেও কয়েক বছর আগেও সে ফুটপাতে হকারি করতো। এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা তৈরি করে সে হকারদের নেতা হয়ে যায়। ২০১৮ সালে সিটি করর্পোরেশন ও প্রশাসনের ফুটপাত হকারমুক্ত করার যৌথ উদ্যোগের বিরোধীতা করে ১৬ জানুয়ারি হকার মুক্ত সড়ক ইস্যুকে কেন্দ্র করে হকারদের নিয়ে হামলা করে জনগণ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য’সহ অর্ধশতাধিক ব্যক্তিকে আহত করে। এরপর ২০২১ সালের ৯ মার্চ ফুটপাতে বসার দাবিতে বিক্ষোভ করে হকাররা। ওই সময় হকারদের নেতৃত্ব দেয় আসাদ। ওইদিন বিকেলে সড়কে আগুন দিয়ে যানবাহনে ভাঙচুর চালায় হকাররা। বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। ওই ঘটনায় পুলিশের উপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা, যানবাহন ভাঙচুর ও সড়কে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার হয় আসাদ। একই বছরের ১৪ অক্টোবর ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে তর্কের জেরে খুন হন ১৮ বছর বয়সী তরুণ জোবায়ের হোসেন। ওই তরুণও ফুটপাতে হকারি করতো। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করা হয়। ওই হত্যা মামলারও আসামি এই আসাদ। পরে নিহত জুবায়েরের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিহত জুবায়েরের মা মুক্তা বেগম এই ঘটনায় থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন।

র‍্যাব জানায়, নিজেকে হকার নেতা বলে পরিচয় দেওয়া আসাদুল ইসলাম ওরফে আসাদ নারায়ণগঞ্জ এর চাষাড়া এলাকায় মূলত চাঁদাবাজি করে বেড়ায়। ঐ এলাকার সড়কের ফুটপাতে বসতে হলে আসাদকে দৈনিক চাঁদা দিতে হয়। এই চাঁদার একটি অংশ সখ্যতা বজায় রাখা রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দিত আসাদ।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসাদকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:২৯:০৩   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
‘সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে নির্বাচনে লড়াই করতে হবে’
মাসুদুজ্জামানের পক্ষে জীবনের সর্বোচ্চ বাজি রেখে কাজ করার আহ্বান
পরিবহন শ্রমিকদের কল্যাণ ফান্ড গঠনের নির্দেশ ডিসির
সরিষাবাড়ীতে ওলামা নেতাকে মারধর,ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুর, আহত ১
অতীতের মতো কেউ যেন ফাউল গেম খেলতে না পারে : জামায়াত আমির
বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ না, টার্গেট ছিলেন বাবলা : সিএমপি কমিশনার
এনসিপির সঙ্গে জোটে যাচ্ছে ৯ দল, রূপরেখা চূড়ান্ত করতে বৈঠক
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর
জনতা ধরলো বিষাক্ত খৈয়া গোখরা, সরিষাবাড়ী থেকে নিয়ে গেলো বন বিভাগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ