ভিডিও বার্তায় রাজ-শুভশ্রীর ছেলের অনুরোধ!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিডিও বার্তায় রাজ-শুভশ্রীর ছেলের অনুরোধ!
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



ভিডিও বার্তায় রাজ-শুভশ্রীর ছেলের অনুরোধ!

আলোর উৎসব দীপাবলির আর বেশি দেরি নেই। সে উৎসব আসার আগেই ছোট একটি ভিডিও বার্তা দিল টালিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছেলে ইউভান।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। ওই ভিডিওতে দেখা যায়, ছেলের সাথে মা শুভশ্রী কথা বলছেন। ছেলে ইউভান ডাইনিং টেবিলে সুপার হিরো পুতুল নিয়ে খেলায় ব্যস্ত।

এমন সময় শুভশ্রী ছেলেকে প্রশ্ন করেন, ইউভান পটাকা ইজ নট গুড ফর..? তখন আধো আধো কণ্ঠে ইউভান যা বলে তা শোনা যায় না। তখন শুভশ্রীই বলেন, ফর দ্য এনভায়রনমেন্ট। যার বাংলা অর্থ দাঁড়ায়, পরিবেশের জন্য বাজি একেবারেই ভালো নয়।

শুভশ্রী আবারও প্রশ্ন করেন, আর কুকুররা কী হয়? ইউভান উত্তর দেয়, স্কোয়ার্ড হয়। অর্থাৎ ভয় পায়।

শুধু কুকুর নয়, বাজির শব্দে যে আশপাশের মানুষের যেমন অসুবিধা হয়, তেমনি আগুন লাগার ভয়ও থাকে। তাই ভিডিওর শেষে ইউভান অনুরোধ করে বলে, প্লিজ, নো পটাকা প্লিজ।

শনিবার এ ভিডিও শুভশ্রী তার ইন্সটাগ্রামে পোস্ট করেন সবার মধ্যে সচেতনতা বাড়াতে। এ ভিডিও দেখার পর নেটিজেন ও ভক্তরা মন্তব্যের ঘরে মা ও ছেলেকে প্রশংসা ও ভালোবাসায় ভরিয়ে দেন।

উল্লেখ্য, ব্যক্তি জীবনে পরিচালক রাজ চক্রবর্তী নায়িকা মিমি চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলি নায়ক দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু হঠাৎই টালিপাড়ার সবাইকে অবাক করে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন রাজ- শুভশ্রী। ২০১৮ সালের বিয়ের দুই বছর পর তাদের সংসারে আসে পুত্র সন্তান ইউভান। ২০২০ সালে ছেলের জন্মের ঠিক তিন বছর পর ২০২৩ সালের ৩০ নভেম্বর কন্যা সন্তানের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৫৫   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আ. লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটক চলছে: মির্জা আব্বাস
বাংলাদেশের অর্থনীতিতে কৌশলগত খাত ভিত্তিক সহযোগিতা দিতে ডেনমার্ক আগ্রহী
স্বাস্থ্য খাতের উন্নয়ন করলে ভারত যাওয়ার প্রয়োজন নেই: রিজভী
গণমাধ্যমে নারীর অংশগ্রহণের বাধা দূর করার আহ্বান জানিয়েছেন নেপালের ডেপুটি স্পিকার
বন্দরে তিতাসের অভিযান, ১৫টি দোকান-ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
রাস্তায় হাট বসানো অনুমোদন কোনভাবেই দিবো না: ডিসি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে চালকদের হামলা, আহত ১৫
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ