বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করবে থাইল্যান্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করবে থাইল্যান্ড
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করবে থাইল্যান্ড

থাইল্যান্ড সরকার সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের জন্য ই-ভিসা পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে, যা আগামী বছরের শুরুর দিকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আজ এখানে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ডিপার্টমেন্টের মহাপরিচালক রাষ্ট্রদূত ওরাউত পংপ্রাপাপান্ত বৃহস্পতিবার থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে এক বৈঠকের সময় একথা জানান।

নতুন ই-ভিসা সুবিধা অনুযায়ী বাংলাদেশী নাগরিকরা দেশ থেকেই অনলাইনে ভিসা পাবেন যা থাইল্যান্ডে ভ্রমণ প্রক্রিয়া সহজতর করবে।

থাইল্যান্ড বিশ্বের ৬৯টি দূতাবাসে ই-ভিসা পরিষেবা চালু করার ফলে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সুবিধা বেড়েছে।

রাষ্ট্রদূত পংপ্রাপাপান্ত আরও জানান, যেসব বাংলাদেশী পাসপোর্টধারী চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে ইচ্ছুক, তারা ঢাকার থাই দূতাবাসের মাধ্যমে গন্তব্য থাইল্যান্ড ভিসার (ডিটিভি) জন্য আবেদন করার বিষয়টি বিবেচনা করতে পারেন।

ডিটিভি অনুযায়ী প্রতি ভিজিটে ছয় মাস অবস্থান করার সুযোগসহ ভিসার মেয়াদ পাঁচ বছর। উল্লেখ্য, এই ভিসা পাওয়ার জন্য ব্যাংককের বাংলাদেশী দূতাবাস থেকে সুপারিশপত্রের প্রয়োজন নেই।

বৈঠকে থাই কর্মকর্তা জরিমানা এড়াতে এজেন্টদের মাধ্যমে জমা দেওয়া নথির সত্যতা যাচাই করার জন্য বাংলাদেশী আবেদনকারীদের প্রতি আহ্বান জানান। তিনি আরো সতর্ক করেন যে, ভিসা আবেদনে জালিয়াতি করে নথি জমা দেওয়া হলে কালো তালিকাভুক্ত করা হতে পারে।

রাষ্ট্রদূত পংপ্রাপান্ত বলেন, এছাড়া, গত এপ্রিল মাসে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত ভিসা অব্যাহতি চুক্তিটি ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী উভয় দেশের অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসামুক্ত ভ্রমণ করতে পারবেন।

২০১৮ সাল থেকে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমনের সুবিধা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:১৯:২১   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
হৃদয়-অঙ্কনদের টেস্ট ব্যাটিংয়ের পর রিশাদ ঝড়ে দুইশ পার বাংলাদেশের
এভারেস্টের প্রথম অভিযানের সহযাত্রী কাঞ্চা শেরপা মারা গেছেন
জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়ায়ই চলবে: অ্যাটর্নি জেনারেল
আর রাস্তায় নয়, সমস্ত কর্মকান্ড সংসদ কেন্দ্রিক করতে হবে: ফখরুল
আওয়ামী ফ্যাসিস্টরা ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে: সালাহউদ্দিন
শাহরুখের ৬০তম জন্মদিনে ১৪ দিনব্যাপী উৎসব
‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’
শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ৩১ ইউনিট
সরকারি প্রতিষ্ঠানগুলোকেই নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে নেতৃত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ