লড়াইয়ে রিপাবলিকানদের ‘হাতি’ ও ডেমোক্রেটিক পার্টির ‘গাধা’!

প্রথম পাতা » আন্তর্জাতিক » লড়াইয়ে রিপাবলিকানদের ‘হাতি’ ও ডেমোক্রেটিক পার্টির ‘গাধা’!
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



লড়াইয়ে রিপাবলিকানদের ‘হাতি’ ও ডেমোক্রেটিক পার্টির ‘গাধা’!

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বহু বছর ধরে প্রধান দুই দলের মধ‍্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে। ১৮৫৩ সালের পর থেকে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল থেকেই প্রতি চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসছেন। আর এই নির্বাচনের প্রতীক হিসেবে লাল-নীলের পাশাপাশি

হাতি ও গাধা মার্কিন রাজনীতি ও নির্বাচনে বেশ পরিচিত দুটি প্রাণী। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি তাদের নির্বাচনী প্রতীক হিসেবে হাতি ও গাধা ব্যবহার করে থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো, ব‍্যালটে থাকে না এসব প্রতীক। সেখানে থাকে শুধু প্রার্থীর নাম।

তাহলে দলের প্রতীক হিসেবে কেন রিপাবলিকান হাতি এবং ডেমোক্র্যাটরা গাধাকে বেছে নিল?

১৮২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন চারজন। ওই নির্বাচনে অ্যান্ড্রু জ্যাকসন নামের একজনকে প্রার্থী করা হয়। সবাইকে অবাক করে জ‍্যাকসন সর্বোচ্চ ভোট পেলেও, অন‍্য প্রার্থীদের কূটকৌশলে প্রেসিডেন্টের দ্বায়িত্ব পাননি। এতে ক্ষিপ্ত হয়ে তার সমর্থকরা নতুন দল গঠন করে, যার নাম ডেমোক্রেটিক পার্টি।

এরপর ক্ষমতাসীন দল ও সমর্থকরা জ্যাকসনকে নিয়ে সংবাদপত্রে হাসি-তামাসা শুরু করে। কিছু পত্রিকা তাকে ‘জ্যাকঅ্যাস’ বলে সম্বোধন করে কার্টুনে গাধার ব্যঙ্গচিত্রের সঙ্গে তুলনা করে। পরবর্তীতে সেই গাধাকেই বানানো হয় দলের প্রতীক। এই প্রতীক নিয়েই ১৮২৮ নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হারান জ্যাকসন।

উনিশ শতকের মাঝামাঝি সময়ে আব্রাহাম লিংকন এবং দাসপ্রথা-বিরোধী হুইগরা মিলে গড়েন নতুন রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি। ১৯৭৪ সালে, মার্কিন রাজনীতিতে চলা অস্থিরতা ফুটিয়ে তুলতে একটি কার্টুন আঁকেন মার্কিন কার্টুনের জনক ন্যাস্ট।

ওই কার্টুনে রিপাবলিকান পার্টিকে একটি বিশাল হাতির রূপে দেখানো হয়, যার গায়ে লেখা ছিল ‘রিপাবলিকান ভোট’। পরবর্তীতে হাতিকেই দলীয় প্রার্থী করে দলটি।

বাংলাদেশ সময়: ১৩:০১:৫৭   ৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আসাদের পতনে ইরানের ক্ষমতা কমে যায়নি: আইআরজিসি
উত্তর দারফুর বাজারে বিমান হামলায় শতাধিক নিহত : সুদানের আইনজীবী গ্রুপ
দক্ষিণ কোরিয়ায় ক্ষমতা ধরে রাখতে প্রেসিডেন্ট ইউনের লড়াই
গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত আরও ৫০
বাংলাদেশ-মিয়ানমারের ২৭০ কিমি সীমান্ত আরাকান আর্মির দখলে
সিরিয়ায় ‘অন্তর্ভুক্তিমূলক’ নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছে তুরস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
‘ললিপপ নিয়ে বসে থাকব না’, কলকাতা দখলের হুঁশিয়ারির পাল্টা মমতা
বিশ্বে মাত্র দুইজন নেতা আছেন: এরদোয়ান
সিরিয়া ছেড়ে কোথায় গেলেন বাশার আল-আসাদ?
জেলেনস্কি ইউক্রেন যুদ্ধ থামাতে ‘চুক্তি’ চান : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ