কৌশলগত অংশীদারিত্বের জন্য আইসিএসবি-এআইইউবি সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রথম পাতা » অর্থনীতি » কৌশলগত অংশীদারিত্বের জন্য আইসিএসবি-এআইইউবি সমঝোতা স্মারক স্বাক্ষর
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



কৌশলগত অংশীদারিত্বের জন্য আইসিএসবি-এআইইউবি সমঝোতা স্মারক স্বাক্ষর

কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক কল্যাণের জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ (আইসিএসবি) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত করেছে।

আজ সোমবার এআইইউবি ক্যাম্পাসে এআইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং আইসিএসবি শিক্ষা কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের একাডেমিক ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি, জ্ঞান ও সাম্প্রতিক তথ্য বিনিময়, গবেষণা কার্যক্রম, কারিকুলামের উন্নয়ন, প্রশিক্ষণ ও সেমিনার আয়োজনসহ সার্বিক উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে, যা নির্দিষ্ট শর্তাবলীর অধীনে পরিচালিত হবে।

সমঝোতা স্মারকের পাশাপাশি, ‘আনলকিং ইউর পোটেনশিয়াল উইথ আইসিএসবি: এ জার্নি টু প্রফেশনাল এক্সিলেন্স’ শীর্ষক এক ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে আইসিএসবি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান। আইসিএসবি’র অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রেজারার কেষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কাউন্সিল সদস্য মো. আজিজুর রহমান, কাউন্সিল সদস্য ওলিকামাল, কাউন্সিল সদস্য মো. করিফ হাসান, কাউন্সিল সদস্য ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, ফারুক আহমেদ পাটোয়ারী, আইসিএসবি’র সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নির্বাহী পরিচালক মো. কামিবুর রহমান, পরিচালক (শিক্ষা) কাজী আন্দালীব আমীন এবং অতিরিক্ত পরিচালক (শিক্ষা) মেহেদী হাসান।

অপরদিকে, এআইইউবি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য ড. মো. আব্দুর রহমান, স্নাতকোত্তর প্রোগ্রামের পরিচালক ড. মোহাম্মদ ফরিদুল আলম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. কামরুল হাসান, মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. পার্থ প্রসাদ চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আফতাব আনোয়ার ও এসসিএম বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. তামজিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক এম. এস. বোহী শাহজাহান এবং সহকারী অধ্যাপক ও পরিচালক আর. তারেক মওদুদ।

ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মুশফিকু ররহমান আইসিএসবি-এর সকল প্রতিনিধিকে এআইইউবি-এর উপাচার্যের সাথে পরিচয় করিয়ে দেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার সম্ভাবনা এবং আইসিএসবি-এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

উভয় পক্ষই সম্পদ উন্নয়ন ও বিনিময়, কর্মশালা, সেমিনার-সম্মেলন এবং অন্যান্য তথ্য ও জ্ঞান বিনিময়মূলক কার্যক্রমে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৭:১১   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান দিলো জিপিএইচ ইস্পাত
রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর
৫ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত
মোংলা বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি টাকা বেশি নীট মুনাফা অর্জন
শুধু আইএমএফ-বিশ্ব ব্যাংক নয়, সরকারের উদ্যোগেও সংস্কার হচ্ছে : অর্থ উপদেষ্টা
শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে : অর্থ উপদেষ্টা
দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব
পাট খাতের উন্নয়নে ‘সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প’ কর্মসূচি শুরু
এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ