জামালপুরে আন্তঃজেলা দুই ডাকাত গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আন্তঃজেলা দুই ডাকাত গ্রেফতার
রবিবার, ১০ নভেম্বর ২০২৪



জামালপুরে আন্তঃজেলা দুই ডাকাত গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে আন্তঃজেলা চক্রের ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ‌্য সাংবাদিকদের নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া।

গ্রেফতার ডাকাত সদস্যরা হ‌লেন - ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পানচারুথী গ্রামের আহমেদ আলীর ছেলে আব্দুল হান্নান(৪৫) ও একই জেলার মুক্তাগাছা উপজেলার সাহাপুর জনকা বাজার এলাকার আজমত আলীর ছেলে সোহাগ মিয়া (২৯)।

থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, অস্ত্রধারী কিছু ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতি করার প্রস্তু‌তি নি‌চ্ছে । এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে শনিবার(১০ নভেম্বর) দিবাগত রাতে আনুমানিক আড়াইটার বাউসি বাঙ্গালিপাড়া সোলাইমানের বাড়ীর সামনে পাকা রাস্তার পাশে সঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য অবস্থান করছিল।

পরে এসংবাদ পুলিশ জানতে পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় এবং দুইজন ডাকাত সদস্যকে জনতার সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিরা পুলিশের উপস্থিতিতে পেয়ে পালিয়ে গেছে বলে জানান তিনি।

এ সময় ধৃত আসামিদের কাছে একটি সাদা রংয়ের পুরাতন মডেলের টয়োটা করোলা প্রাইভেটকার, একটি লোহার তৈরি তালা কাটার, দুইটি লোহার পাইপ ও একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

ওসি চাঁদ মিয়া আরও বলেন, গ্রেফতারকৃত আঃ হান্নানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও দস্যুতাসহ মোট নয়টি ও সোহাগের নামে জুয়া ও দস্যতাসহ মোট দুইটি মামলা রয়েছে। আসন্ন শীতকালীন সময়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২৪   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার সুযোগ কাজে লাগাতে হবে : প্রধান বিচারপতি
৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ