৩০ লাখ ঢাকাবাসীর জন্য ভূপৃষ্ঠের পানি শোধনে ডেনমার্কের সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০ লাখ ঢাকাবাসীর জন্য ভূপৃষ্ঠের পানি শোধনে ডেনমার্কের সহায়তা
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪



৩০ লাখ ঢাকাবাসীর জন্য ভূপৃষ্ঠের পানি শোধনে ডেনমার্কের সহায়তা

সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের তৃতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় ভূপৃষ্ঠের পানি শোধনে ডেনমার্ক-বাংলাদেশ অংশীদারিত্ব থেকে ৩০ লাখ ঢাকাবাসী উপকৃত হবে।

আজ ডেনিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রিটমেন্ট প্ল্যান্টের তৃতীয় পর্যায়ের প্রকল্পটি সম্পন্ন হয়ে কার্যক্রম চালু হলে, আরো ৩০ লাখ নগরবাসীর জন্য ভূগর্ভস্থ পানির পরিবর্তে বিশুদ্ধ ভূপৃষ্ঠের পানির ব্যবস্থা হবে।’

ঢাকা ওয়াসার অধীনে সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ধারবাহিক প্রকল্পের এই তৃতীয় পর্যায়ে ডেনমার্ক ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূপৃষ্ঠের উৎস থেকে পানি ব্যবহারের কৌশলগত সহায়তা দিচ্ছে এবং এর নকশা প্রণয়ন ও নির্মাণে অর্থায়ন করছে।

প্লান্ট প্রকল্পটি চালু হলে প্রতিদিন আরো ৪,৫০,০০০ ঘনমিটার পানি শোধন করা সম্ভব হবে। পুরো প্ল্যান্টের পূর্ণ সক্ষমতা প্রয়োগ করতে স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টটি ডিজাইন করা হবে।

ডেনমার্ক প্রকল্পটিতে ৯২ মিলিয়ন মার্কিন ডলার অনুদানসহ ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে। এটি কোপেনহেগেন ভিত্তিক ডানিডা সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সের বিশ্বের সবচেয়ে বড় পানি পরিকাঠামো অর্থায়ন প্রকল্প।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাতকালে এ তথ্য প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ঢাকার ক্রমবর্ধমান মানুষের জন্য বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ডেনমার্কের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেনমার্ক ঢাকা ওয়াসার দীর্ঘস্থায়ী ও বিশ্বস্ত অংশীদার এবং এই অংশীদারিত্ব আরো সম্প্রসারিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:০৮:০২   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ