মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বাড়াতে হবে মেধার মান: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বাড়াতে হবে মেধার মান: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বাড়াতে হবে মেধার মান: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মানসিকভাবে সুস্থ জাতি গঠনে মনোবিজ্ঞানের গুরুত্বকে সমাজে ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকোমেটরিক্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, সাইকোলজি যদি সাইন্স হয় তাহলে সাইকোমেট্রিক্স হলো টেকনোলজি। সাইকোমেট্রিক্স বিষয়টি কি এবং এর প্রয়োগ কিভাবে করতে হবে,তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে।

উপদেষ্টা বলেন, দেশের উপযোগী করে আই কিউ টেস্ট তৈরি করতে হবে। সরকারিভাবে অন্যান্য ক্ষেত্রে যাতে ইনপুট করা যায়। সাইকোমেট্রিক্স বিষয়টি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। সাইকোমেট্রিক্স এর প্রয়োজনীয়তা রয়েছে- এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।

তিনি বলেন, এ ধরনের গবেষণা করতে আই কিউ টেস্টের প্রয়োজন হয়। টেস্টগুলো যথেষ্ট নির্ভরযোগ্য হলে জনসাধারণ এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হবে। ব্যক্তির মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সমাজকে সচেতন করার পাশাপাশি বাড়াতে হবে গবেষণার মান।

অন্যদিকে গবেষণার জন্য করতে হবে ডাটা সংরক্ষণ। আমাদের নিজস্ব আই কিউ টেস্ট করার যন্ত্রপাতি নেই। এজন্য যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমদ বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ তানভীর ইসলাম, আইইউবিএটি’র প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, ডাক্তার মো. কামাল উদ্দিন।

উল্লেখ্য, সাইকোমেট্রিক হলো একজন ব্যক্তির মানসিক ক্ষমতা,ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এবং জ্ঞানীয় ক্ষমতার মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। এই মূল্যায়নগুলো ব্যক্তির বিভিন্ন মনস্তাত্বিক গঠন যেমন বুদ্ধিমত্তা,যোগ্যতা,ব্যক্তিত্ব এবং দক্ষতার মূল্যায়ন করতে ব্যবহৃত হয়।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৮   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ
মরক্কোয় পাশাপাশি দুটি ভবনধসে নিহত অন্তত ২২
জবাবদিহিতা থেকে সরে গেছি বলেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে: সুলতানা কামাল
উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ
তফসিল ঘোষণার পর আসিফ-মাহফুজের পদত্যাগপত্র কার্যকর হবে : প্রেসসচিব
নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা
সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে : ড. আসিফ নজরুল
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে : গয়েশ্বর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ