নাটোরে আওয়ামী লীগ কর্মীকে পেটানোর ভিডিও ভাইরাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে আওয়ামী লীগ কর্মীকে পেটানোর ভিডিও ভাইরাল
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪



নাটোরে আওয়ামী লীগ কর্মীকে পেটানোর ভিডিও ভাইরাল

নাটোরের বড়াইগ্রামে উজ্জ্বল কুমার মণ্ডল নামে এক আওয়ামী লীগ কর্মীকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উজ্জ্বলের উপজেলার কালিকাপুরের বাড়িতে গিয়ে পরিবারের সবার সামনে মারধর করছেন। উজ্জ্বলের মা-বাবা ও স্ত্রী তাদের হাত-পা ধরে বার বার বাধা দিচ্ছেন। আর উজ্জ্বলকে ছেড়ে দেয়ার আকুতি করছেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা উজ্জ্বলকে গালমন্দও করেন।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন উজ্জ্বল কুমার মণ্ডল। গত বুধবার (২০ নভেম্বর) অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল কালিকাপুর তার নিজ বাড়িতে যান। এ খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উজ্জ্বলের বাড়িতে গিয়ে পরিবারের সবার সামনে তাকে বেধড়ক পেটাতে থাকে।

এ সময় উজ্জ্বলের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার বৃদ্ধ মা-বাবা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। একপর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে যান।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিএনপি নেতাকর্মীরা উজ্জ্বলকে পুলিশে হস্তান্তর করেছে। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত উজ্জ্বলের জামিন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১১:৫৪:৪৯   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামি দলগুলোর জোটবদ্ধ হওয়া নিয়ে যা বললেন হেফাজত আমির
আজকের রাশিফল
বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
ফতুল্লায় দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি
ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১২
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ