বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে সুতা কারখানায় অগ্নিকান্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে সুতা কারখানায় অগ্নিকান্ড
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



রূপগঞ্জে সুতা কারখানায় অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিকেএ টেক্সটাইল নামক একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেই আগুন পুরা সুতা কারখানাতেও ছড়িয়ে পড়ে।

রাত আটটার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই আগুন সুতা কারখানাতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভে। আগুন লাগার কারণ জানা যায় নি।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০২   ১৩০ বার পঠিত