যারা দাঙ্গা লাগাতে চায় তারা দেশের শত্রু: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা দাঙ্গা লাগাতে চায় তারা দেশের শত্রু: সাখাওয়াত
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



যারা দাঙ্গা লাগাতে চায় তারা দেশের শত্রু: সাখাওয়াত

যারা হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চায়, তারা দেশের শত্রু’- বলে মন্তব্য করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে জেলা আদালত প্রাঙ্গণে আইনজীবীদের এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষের শুনানি করার কারণে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। এটা মধ্যযুগীয় বর্বরতা। তারা হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। বাংলাদেশের যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সকলে ভাই, এ দেশের নাগরিক। আমরা কাঁধে কাঁধ মিলেয়ে জীবন-যাপন করবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। যারা হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চায় তারা এ দেশের সার্বভৌমত্বের শত্রু। তাদের নির্মূল করতে হবে।’

‘ইসকনকে উগ্রবাদী সংগঠন’ বলে উল্লেখ করে তিনি সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান।

সাখাওয়াত বলেন, ‘ইসকনের নাম নিয়ে ওই নেতা (চিন্ময় দাস) বিভিন্ন ধরণের বক্তব্য দিয়েছে। হিন্দু ভাইদের বলতে চাই, এদেশ সবার। আপনারা আমরা সহবস্থান করবো। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসী, দেশদ্রোহীকে বাংলাদেশে স্থান দেয়া হবে না। অবিলম্বে বাংলাদেশে ইসকনের উগ্রবাদকে নিষিদ্ধ করা হোক।’

সাইফুল হত্যার বিচারের দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘যে ভাইটিকে হত্যা করা হয়েছে তার কি দোষ ছিল? সে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছে। শুনানি করার করিণে তাকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবীদের কোনো দল নাই। আমরা সাত হত্যা মামলায় যেমন দলমত নির্বিশেষে একাকার হয়ে সন্ত্রাস, গুম হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন করেছি। একইভাবে সাইফুল হত্যার বিচার করে ছাড়বো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া, জেলা আদালতের রাষ্ট্রপক্ষ কৌঁসুলি আবুল কালাম আজাদ জাকির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১২:১৮   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
‘জুলাই’ চেতনাকে বুকে ধারণ করে চাঁদাবাজ নির্মূল করতে হবে: গিয়াসউদ্দিন
রাঙ্গামাটির জুরাছড়িতে হেডম্যান-কারবারি সম্মেলন
ফতুল্লায় দুই কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, মোবাইল কোর্টে জরিমানা
জলাবদ্ধতা-যানজট-মাদক নিয়ন্ত্রণে ডিসির আশ্বাস
তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে আর্চবিশপ র‌্যান্ডালের সাক্ষাৎ
মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
দুই বছর ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আরজু হাসান, দিশেহারা পরিবার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ