বিতর্কিত বাজেট পাস করে তোপের মুখে ফ্রান্সের প্রধানমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিতর্কিত বাজেট পাস করে তোপের মুখে ফ্রান্সের প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



বিতর্কিত বাজেট পাস করে তোপের মুখে ফ্রান্সের প্রধানমন্ত্রী

বিশেষ ক্ষমতাবলে বিতর্কিত বাজেট বিল পাস করে তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এমপিদের ভোট ছাড়াই বিল পাস করায় প্রধান বিরোধী দল ও বামপন্থি দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ক্ষমতায় আসার ৩ মাস না যেতেই ক্ষমতাচ্যুত হবার উপক্রম ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকার। প্রস্তাবিত ২০২৫ সালের সামাজিক সুরক্ষা বাজেটের বিল নিয়েই ঘটতে যাচ্ছে এমন ঘটনা।

প্রস্তাবিত বাজেটের লক্ষ্য, ৬ হাজার কোটি ইউরো কর বাড়িয়ে এবং ব্যয় কমিয়ে ফ্রান্সের বাড়তে থাকা সরকারি ঘাটতি কমানো। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গেল নভেম্বরে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৬৭ শতাংশ মানুষ এই বাজেটের বিরোধীতা করেন।

তবে দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাস করিয়ে নিয়েছেন বাজেট বিল। আর এতেই ঘটে বিপত্তি। দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল র‌্যালি, এনআর ও বামপন্থি দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এন‌আর নেত্রী মেরিল লে পেন জানান, তার দল অনাস্থা প্রস্তাব পেশ করলে অন্যান্য দলগুলোও তাদের এই প্রস্তাবে ভোট প্রদান করবে বলে আশা করেন তিনি।

তিনি বলেন, অনেকে ভেবেছিল মিশেল বার্নিয়ার ভালো করবে। কিন্তু এটা অনেক বেশি খারাপ হচ্ছে। আমরা এমন পরিস্থিতিতে তাকে ছেড়ে দিতে পারি না। আমরা আমাদের ১ কোটি ১০ লাখ ভোটারদের দেয়া শক্তি ব্যবহার করতে যাচ্ছি।

ন্যাশনাল রেলির সদস্যদের পাশাপাশি বাম দলের সদস্যরা যদি অনাস্থা প্রস্তাবে ভোট দেন তবে বার্নিয়ের সরকারের টিকে থাকার সম্ভাবনা খুব কম বলে জানান বিশ্লেষকেরা। এই প্রস্তাব পেশ করার জন্য তাদের হাতে সময় আছে ২৪ ঘন্টা। বুধবারের মধ্যেই হতে হবে ভোট।

এদিকে, প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সংসদ সদস্যদের অনাস্থা ভোটে সমর্থন না দেয়ার আহ্বান জানিয়েছেন। ১৯৬২ সাল থেকে কোন ফরাসি সরকারকে এ ধরনের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫:২৭:০১   ৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪
ইউক্রেনে উত্তর কোরিয়ার ৩০০ সৈন্য নিহত, দাবি সিউলের
সৌদি আরব ১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো
বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
ভারতও বিশ্বাস করে, শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকা নেই: সুলিভান
আগুনে পুড়ে ছাই প্যারিস হিলটনসহ হলিউড তারকাদের বাসভবন
‘বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’
কম পয়সায় হানিমুনের জনপ্রিয় স্পট মালদ্বীপ!
দাবানলে নিহত বেড়ে ১১, ধ্বংস হয়েছে ১০ হাজারের বেশি অবকাঠামো
মাদুরোর অভিষেকের আগে ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্ত বন্ধ : গভর্নর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ