মামলায় গণ আসামি থাকবে না: ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মামলায় গণ আসামি থাকবে না: ডিএমপি কমিশনার
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



মামলায় গণ আসামি থাকবে না: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাত আলী বলেছেন, ৫ আগষ্টের পর রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত বিভিন্ন মামলায় গণ আসামি আর থাকবে না।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর ঢাকার বিভিন্ন থানায় অনেক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বাদী ইচ্ছে করে অনেক আসামি করেছেন। এসব মামলায় গণআসামি থাকবে না’।

তদন্ত শেষে নির্দিষ্ট ঘটনায় যেসব আসামির নাম আসবে ঠিক তাদের নামই মামলায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আজ রোববার (৮ ডিসেম্বর) দুপুরে হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নেতাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, জুলাই-আগস্টকে কেন্দ্র করে যে সকল মামলা হয়েছে, সেই মামলাগুলোতে যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা জড়িত নয়, তাদের ভয় পাওয়ার কিছু নেই। তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। অসৎ উদ্দেশ্য নিয়ে জুলাই-আগস্টের ঘটনার মামলাগুলোতে শুধুমাত্র হয়রানি করার জন্য নিরপরাধ ব্যক্তিদেরকে যারা আসামি করেছে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ৫ আগস্টের পর পুলিশ নেতৃত্ব শূন্য হয়ে যায়। ভয়াবহ আতঙ্কের মধ্যে পড়ে যায় পুলিশ সদস্যরা। আপনাদের সহযোগিতা নিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে।

নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, এ শহরের রাস্তা অনেক কম কিন্তু যানবাহন অনেক বেশি। এই সীমাবদ্ধতার মাঝেও যেন আমরা ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি ও মানুষ যেন ট্রাফিক আইন মেনে চলে সেই লক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগ কাজ করছে।

মতবিনিময় সভায় ডিএমপির অ্যাডিশনাল পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অ্যাডিশনাল পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলামসহ অনেকে বক্তৃতা করেন।

এ সময় ক্রাবের সভাপতি কামরুজ্জামান খান, সহ-সভাপতি শাহীন আবদুল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, কার্যনির্বাহী কমিটির সদস্য আলী আজম ও শেখ কালিমউল্যাহ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ক্র্যাব সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং খোলামেলা আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২২:১৯:২৮   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত
ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অর্ধশতাধিক শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক
জিয়াউর রহমান মাটি ও মানুষের নেতা ছিলেন- সালিমা তালুকদার আরুনী
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন : হাসান উদ্দিন সরকার
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ