রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪



সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত আগামী ২ জানুয়ারি জাতীয় সমাজ সেবা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে দিকনির্দেশনামূলক এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে উপদেষ্টা বলেন, সমাজ সেবা অধিদপ্তর দেশের দরিদ্র, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠী-সহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সফলতার সাথে বাস্তবায়ন করছে।

আজ সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খানের সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৪৫   ১২৯ বার পঠিত