অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘমেয়াদে করণীয় সুপারিশ জমা দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘমেয়াদে করণীয় সুপারিশ জমা দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪



অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘমেয়াদে করণীয় সুপারিশ জমা দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

সচিবালয়ের মত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ড রোধে প্রয়োজনীয় করণীয় নির্ধারণের সুপারিশ আগামী দশ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ মঙ্গলবার তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এ সময় তদন্ত কমিটির সদস্যদেরকে দীর্ঘমেয়াদে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

তদন্ত রিপোর্ট জমা দেয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক মিডিয়া ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য বুয়েটের সাবেক অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, ‘অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘমেয়াদে আমরা কী করতে পারি- সে বিষয়ে সুপারিশ চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা প্রয়োজনীয় সুপারিশ দশ দিনের মধ্যে তুলে ধরব’।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট মনোযোগ দিয়ে শুনেছেন। তাদের কাছ থেকে দীর্ঘমেয়াদি সুপারিশ চেয়েছেন, যাতে চূড়ান্ত রিপোর্টে সুপারিশগুলো থাকে। সচিবালয়ে এ ধরনের অগ্নিকাণ্ড যেন আর না ঘটে, তার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়ার সেগুলো যেন নিতে পারে’। তিনি উল্লেখ করেন- বিশেষজ্ঞরা জানিয়েছেন তারা চূড়ান্ত রিপোর্টে সুপারিশসমূহ তুলে ধরবেন।

গত ২৫ ডিসেম্বর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। আজ কমিটি তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিলো। তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে জানান, বিদ্যুতের তারের লুজ কানেকশন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কোন নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২:১৩:৩৮   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা ও চেতনায় পার্বত্য চট্টগ্রামবাসীরাও সম- অংশীদার হতে চায় - সুপ্রদীপ চাকমা
সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক : পরিবেশ উপদেষ্টা
ইসহাক দারের ‘হৃদয় পরিষ্কার করা’র জবাব সরকার এড়িয়ে গেছে : সাইফুল হক
জনগণ ভোট দিতে মুখিয়ে আছে: মঈন খান
‌জামায়াত কালো শক্তি ৫ আগস্ট ঘটিয়েছে— এমন কথা বলিনি: ফজলুর রহমান
গাজার হাসপাতালে ইসরাইলের হামলা, রয়টার্সের সাংবাদিকসহ নিহত ১৫
মন্ত্রণালয়ের নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে বিমানবন্দরে যাত্রীসেবা গতিশীল হবে : বিমান উপদেষ্টা
মাতৃদুগ্ধ খাওয়ানোর হার বাড়ানোর আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে ওয়াশিংটন
ভূমিসেবায় দুর্নীতির ব্যাপারে কোনো আপস নয় : সিনিয়র সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ