শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি জনগণ ভালোভাবে নেয়নি: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি জনগণ ভালোভাবে নেয়নি: রিজভী
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি জনগণ ভালোভাবে নেয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে। বাংলাদেশে মানুষ এটাকে ইতিবাচক হিসেবে নেয়নি। একদিকে ভারতের আধিপত্যকামী ও আগ্রাসী মনোভাব অন্যদিকে বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেম, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার শপথ। সেই অর্জনকে তারা (ভারত) অবমূল্যায়ন করে অথবা বুঝতে চায় না। আর বুঝতে চায় না বলেই ভারত এগুলো করে।

বুধবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ভারতের জানা উচিত। বাংলাদেশ ছোট দেশ। কিন্তু বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। এদেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ের যে, তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ কর না কেন, বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অতন্দ্রপ্রহরী।’

অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করে রিজভী বলেন, যারা প্রকাশ্যে গুলি করে শিশু, তরুণ, যুবকদের হত্যা করেছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এই হত্যাকারীদের কি বিচার হবে না? জুলাই অগাস্টের হত্যাকারীদের সবার আগে গ্রেপ্তার করে বিচারে মুখোমুখি করা উচিত ছিল সরকারের। এ সরকার তো রক্তস্নাত সরকার, কারণ শিশু-যুবক-কৃষক-শ্রমিকদের রক্তের ওপর এ সরকার গঠিত হয়েছে। এ সরকারের দায়িত্ব জনগণের আহারের নিশ্চয়তা দেওয়া।

এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১২:২৮   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ