না.গঞ্জে প্রশাসনের কোন ভাল লোক আসতে চাইতো না: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জে প্রশাসনের কোন ভাল লোক আসতে চাইতো না: সাখাওয়াত
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



না.গঞ্জে প্রশাসনের কোন ভাল লোক আসতে চাইতো না: সাখাওয়াত

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘সেই সময়ে কিন্তু নারায়ণগঞ্জে প্রশাসনের কোন ভাল লোক আসতে চাইতো না। কারণ নারায়ণগঞ্জ হলো সন্ত্রাসের জনপদ সেখানে গেলে স্বাধীনভাবে কাজ করতে পারবো না। আজকে বাংলাদেশের যেখানেই যাবেন দেখবেন যে কত সুন্দর সুন্দর রাস্তা। অথচ নারায়ণগঞ্জে কিন্তু সেরকমভাবে কোন উন্নয়ন হয় নাই। নারায়ণগঞ্জ হয়েছে সন্ত্রাসের উন্নয়ন। নারায়ণগঞ্জ হয়েছে ওসমান পরিবারের উন্নয়ন। তারা জনগণকে জিম্মি করে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা হল জনগণের টাকা এই টাকা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। এবং যারা এই দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় বন্দরের উত্তর লক্ষণখোলায় এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন আরও বলেন, বাংলাদেশে কোন জঙ্গিবাদ নেই। এই জঙ্গিবাদের তকমা শেখ হাসিনা ও তার দোসরা এদেশে তৈরি করেছিল। আপনারা কিন্তু দেখেছিলেন নারায়ণগঞ্জে গডফাদারের শাসন কায়েম হয়েছিল। ওই শামিম ওসমান, সেলিম ওসমান এই প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত করেছিল। সেই সন্ত্রাসের জনপদ থেকে এ নারায়ণগঞ্জকে রক্ষা করতে হবে। নারায়ণগঞ্জ আপনার আমার সবার। নারায়ণগঞ্জে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও লুটপাতকারীদের স্থান হবে না। গত ১৫ বছরে আমরা এই নারায়ণগঞ্জে কি দেখেছি।নারায়ণগঞ্জের হত্যা, গুম খুন আর অপহরণ নিত্যদিনের অবস্থা পরিণত হয়েছিল।

তিনি বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে সাত খুন হয়েছিল। বন্দরের শেষ মাথায় শান্তি চরে শীতলক্ষায় লাশ ইট দিয়ে বেঁটে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছিল। কি অন্যায় করেছিল আইনজীবী চন্দন সরকার কি অন্যায় করেছিল নজরুলসহ আরো যারা ছিল তাদেরকেও এভাবে হত্যা করা হলো। আপনারা দেখেছেন ওই নিরীহ মেধাবী ছাত্র ত্বকীকে কিভাবে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জে পাঁচ খুন থেকে চার ও তিন খুন সহকারে অসংখ্য খুন হয়েছে। সে সময় যেখানে তাকিয়ে ছিল ও আওয়ামী লীগর হত্যা রাজনীতি ছিল। এ সকল কর্মকান্ডের মাধ্যমে নারায়ণগঞ্জকে কলঙ্কিত করা হয়েছিল।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মজিবর রহমান, মাকিত মোস্তাকিম শিপলু, ২৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সহ- সভাপতি মো.দাদন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান টুলু, সহ- সাংগঠনিক সম্পাদক আঃ রাহিম, প্রচার সম্পাদক মো. মিলন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুদ, বন্দর থানা যুবদল নেতা আব্দুর রহমান, সজিব আহমেদ, মাহবুব আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:২১:৫১   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদারগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বের অভিযোগ
ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে করে লাভ কী, প্রশ্ন আলী রীয়াজের
দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪: ইসি সচিব
আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
দেশের প্রথম সর্বাধুনিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন
পলিথিনের পরিবর্তে সাশ্রয়ীমূল্যে পাটের ব্যাগ বাজারজাতকরণ উদ্বোধন করলেন উপদেষ্টার
সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব
সুষ্ঠু নির্বাচন নির্ভর করে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর
মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ