গণতন্ত্রকামী সকল শহিদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্রকামী সকল শহিদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



গণতন্ত্রকামী সকল শহিদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

মা বেগম খালেদা জিয়া ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোসহ গণতন্ত্র আন্দোলনের সকল আত্মত্যাগীদের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২৪ জানুয়ারি শুক্রবার রাতে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের জন্যও প্রাণখুলে দোয়া করবেন।

তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে গত ৫ আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পর্যায়ক্রমে হয় তো আরো অনেক পরিবর্তন হবে। সাধারণ মানুষের প্রত্যাশা আরো বাড়বে। আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করি। জনগণের পাশে থাকি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমাদের দেশ ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য মানুষ জান কোরবান দিয়েছেন তাদেরকেও আমাদের দোয়ায় স্মরণ করি।

একইসঙ্গে যে গণতন্ত্র বাংলাদেশের মানুষ চায়, যেই গণতন্ত্র অনেকবার ষড়যন্ত্রকারীরা ছিনিয়ে নিয়েছিল। দেশ স্বাধীনের পর থেকে বিশেষ করে ১৯৯০ এবং পরবর্তীতে যে স্বৈরাচার পালিয়ে গেছে। সেই স্বৈরাচারের গত ১৫ বছরে বিএনপিসহ অন্যান্য বিরোধীদলের যে সব নেতাকর্মী শহিদ হয়েছেন, গুম হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। শুধু রাজনৈতিক কর্মী নয়, এর বাইরেও বহু সাধারণ মানুষ অনেক নির্যাতন ও অত্যাচারিত হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি।

জুলাই-আগস্টের আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে তারেক রহমান বলেন, জুলাই আগস্টের আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ শহিদ হয়েছেন, ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আসুন আজ আমরা সকল শহিদ ও আহতদের জন্য প্রাণখুলে দোয়া করি।

অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২২:৫৫   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিপুল সংখ্যক আসামির জামিন, ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি
নতুন মোবাইল না পেয়ে ‘বেঁচে থেকে লাভ কি’ স্ট্যাটাস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
খাগড়াছড়িতে ইউপিডিএফের নাশকতার পরিকল্পনা: আইএসপিআর
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতির শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি: মামুনুল হক
অষ্টম মেয়াদে ক্যামেরুনের প্রেসিডেন্ট হলেন পল বিয়া
ম্যানসিটিকে হারিয়ে এমেরির জাদুতে ইতিহাস গড়ল অ্যাস্টন ভিলা
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে: রাষ্ট্রপতি
ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ