চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচের টিকিট মুহূর্তেই শেষ

প্রথম পাতা » খেলাধুলা » চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচের টিকিট মুহূর্তেই শেষ
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫



চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচের টিকিট মুহূর্তেই শেষ

যেকোনো টুর্নামেন্টেই ভারত-পাকিস্তানের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। বাংলাদেশের ক্রিকেটভক্তদেরও টাইগারদের ম্যাচ নিয়ে উন্মাদনার শেষ নেই। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক না কেন, এই ৩ দলের সমর্থক পাওয়া যাবেই। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত-পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচকে ঘিরে সমর্থকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। আসন্ন আসরকে সামনে রেখে গত (সোমবার) দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু করে আইসিসি।

টিকিট ছাড়ার পর সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায় পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত ‘এ’ গ্রুপের ম্যাচ নিয়ে। এই গ্রুপের ম্যাচগুলো নিয়ে দর্শকদের উন্মাদনা এতটাই যে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দুবাইয়ে অনুষ্ঠিতব্য গ্রুপের সবগুলো ম্যাচের টিকিট বিক্রি হয়ে যায়।

সবচেয়ে বেশি আগ্রহ ছিল ভারতের ম্যাচ নিয়ে। তবে পাকিস্তানের দর্শকরাও কম যান না। নিজ দেশ এবং দেশের বাইরে তাদের সবগুলো ম্যাচের টিকিটও বিক্রি হয়ে গেছে। বাংলাদেশেরও সবগুলো ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে ইতোমধ্যে।

শুধু গ্রুপ পর্বের ম্যাচই নয়। দুবাইয়ে অনুষ্ঠিতব্য প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি হয়ে গেছে। গ্রুপ পর্বের বাধা টপকাতে পারলে এই ম্যাচে খেলবে ভারত। দ্বিতীয় সেমিফাইনালটি হবে লাহোরে। সেই ম্যাচের টিকিটও শেষ হয়ে গেছে বলে জানা গেছে।

২ সপ্তাহ পর শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইয়ে। রাওয়ালপিন্ডিতে টাইগারদের পরের ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। একই ভেন্যুতে ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ২০:৪৬:২২   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তরেসের হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল বার্সেলোনার
মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
২০২৬ ফিফা বিশ্বকাপ, এক নজরে দেখে নিন কোন গ্রুপে কোন দল
শুরু হচ্ছে লাতিন-বাংলা সুপার কাপ, সন্ধ্যায় মুখোমুখি ব্রাজিল-বাংলাদেশ
এমবাপ্পের জোড়া গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
মেরিনো ও সাকার গোলে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল
২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র শুক্রবার, উত্তেজনায় ভাসছে ফুটবল বিশ্ব
শেষের গোলে হেরে ইউরোপের ফুটবলের স্বাদ নিল মেয়েরা
বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের
মোস্তাফিজ-রিশাদের তোপে অল্পে গুটিয়ে গেল আয়ারল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ