শবে বরাত: অনুতপ্ত হৃদয়ের মুক্তির রাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শবে বরাত: অনুতপ্ত হৃদয়ের মুক্তির রাত
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



শবে বরাত: অনুতপ্ত হৃদয়ের মুক্তির রাত

শবে বরাত মুসলিম বিশ্বের একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ রাত। এটি এমন একটি রাত, যখন আল্লাহ তার বান্দাদের জন্য বিশেষ রহমত ও মাগফিরাত বর্ষণ করেন। শবে বরাতের প্রতি মুসলিমদের গভীর বিশ্বাস এবং এই রাতের ইবাদত বিশেষ গুরুত্ব বহন করে।

এ রাতে, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এক বিশেষ রহমতের দরজা খুলে দেন। “শব” শব্দের অর্থ রাত এবং “বরাত” অর্থ মুক্তি, তাই শবে বরাত অর্থ হলো ‘মুক্তির রাত’। এটি এমন একটি রাত যেখানে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে ক্ষমা ও মুক্তি প্রদান করেন। শাবান মাসের পঁচিশ তারিখে এই রাত্রি উদযাপিত হয়, যা মুসলিম উম্মাহর গুনাহ মাফের জন্য একটি দারুণ সুযোগ এনে দেয়।

এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করেন, তাদের কল্যাণের জন্য দোয়া কবুল করেন এবং আগামীর রিজিক, মৃত্যু ও অন্যান্য বিধান নির্ধারণ করেন। শবে বরাতের রাতে যে কেউ যদি শুদ্ধ মন ও আন্তরিকতার সাথে আল্লাহর কাছে তওবা করে, তবে তার পাপ মাফ হয়ে যায়। এর মাধ্যমে একজন মুসলমান আল্লাহর রহমত লাভ করে পরবর্তী জীবনে কল্যাণের পথে পরিচালিত হতে পারে। এই রাতে বিশেষ ইবাদত, দোয়া, এবং নফল রোজা রাখা খুবই সম্মানিত ও কল্যাণকর। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তিনি অবশ্যই মাফ করবেন, কারণ তার রহমত সমস্ত সৃষ্টির উপর ব্যাপ্ত।

কোরআন ও হাদিসের আলোকে শবে বরাত

শবে বরাতের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে সরাসরি কোন আয়াত পাওয়া না গেলেও, হাদিসের মাধ্যমে এ রাতের বিশেষত্ব এবং তার মাহাত্ম্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।

হাদিসে এসেছে,

যখন শাবান মাসের পনেরতম রাত আসে, আল্লাহ আসমান-জমিনের দিকে তাকান এবং বলেন: ‘হে আমার বান্দারা! কেউ মাফ চায়, আমি তাকে মাফ করি, কেউ রিজিক চায়, আমি তাকে রিজিক দিই।’” (শুআবুল ঈমান, হাদিস নং ৩৫২৭)

এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করেন, তাদের দুঃখ দূর করেন এবং তাদের জীবনের সুখ-স্মৃতি রচনা করতে সাহায্য করেন। এছাড়া একাধিক হাদিসে এ রাতে ইবাদত করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। যেমন হাদিসে এসেছে,

শাবান মাসের পঁচিশ থেকে তেইশ তারিখের রাতে, আল্লাহ তাআলা বিশেষভাবে আসমানে উপস্থিত হয়ে তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন এবং তাদের পাপ থেকে ক্ষমা প্রার্থনা করেন। (মুসলিম: ১৩৪৩) এটি শবে বরাতের মর্যাদা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদের প্রতি রহমত প্রদানের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে।

শবে বরাতের ফজিলত

এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন এবং তাদের গুনাহ মাফ করে দেন। শবে বরাতে ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, বিশেষত নিজেদের কৃত পাপের জন্য ক্ষমা চাওয়া হয়। এ রাতে আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাতের উদ্দেশ্যে যে দোয়া সবচেয়ে বেশি পড়া হয় তা হলো

اللهم إنك عفو تحب العفو فاعف عني উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, ফাআফু আন্নি। অর্থ: হে আল্লাহ, আপনি পরিপূর্ণ ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।”

এ রাত সম্পর্কে বিভিন্ন মতামত থাকলেও আলেমদের মতে, এ রাতের বিশেষ গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটি এমন একটি রাত, যখন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দয়া প্রদর্শন করেন এবং তাদের তাওবা ও দোয়া কবুল করেন।

কাজেই আমরা বলতে পারি, শবে বরাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত, যা মুসলিম উম্মাহর জন্য এক গুরুত্বপূর্ণ উপলক্ষ্যও বটে। এ রাতে ইবাদত করার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে রহমত ও মাগফিরাত লাভ করতে পারে। তাই আমাদের উচিত শবে বরাতে একাগ্রচিত্তে ইবাদত করা এবং মহান আল্লাহর রহমত কামনা করা।

বাংলাদেশ সময়: ১১:২৯:৪৫   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ
আমজনতার দল অবশ্যই নিবন্ধন প্রাপ্য: রিজভী
ফতুল্লায় ৩ সাংবাদিককে মারধর, কৃষকদল নেতা কারাগারে
বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টা-পাল্টা করলে ছাড় দেব না: জামায়াত আমির
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
২০২৬ সালে মেঘনা-ধনাগোদা নদীতে সেতুনির্মাণ শুরু হবে : সেতু সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ