না.গঞ্জ জেলায় কোন ধর্মীয় বিভেদ নেই: ডিসি জাহিদুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জ জেলায় কোন ধর্মীয় বিভেদ নেই: ডিসি জাহিদুল
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



না.গঞ্জ জেলায় কোন ধর্মীয় বিভেদ নেই: ডিসি জাহিদুল ইসলাম মিয়া

প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে ধর্মীয় বিভেদ নেই, সবাই একসঙ্গে সমাজের কল্যাণে কাজ করি। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এই প্রকল্পটি সময়োপযোগী পদক্ষেপ এবং শিক্ষার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে অপরাধ জগত থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ২০২৪ সালের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সন্তোষ দাসগুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি এবং জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সহকারী প্রকল্প পরিচালক শ্যামল চক্রবর্তী।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, সুন্দর মন এবং অসাম্প্রদায়িক চেতনা দিয়ে আমরা আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে পারি, যাতে তারা ধর্মান্ধতার শিকার না হয় এবং মানবতা ও সামাজিক মূল্যবোধকে সম্মান জানাতে পারে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, নারায়ণগঞ্জের আহ্বায়ক এ্যাডভোকেট রাজীব কুমার মন্ডল, সদস্য সচিব খোকন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ সদস্য ঋষিকেশ মণ্ডল মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫১:১৪   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করতে হবে: আমীর খসরু
কালশীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় হামেশা ফুডের এমডি গ্রেপ্তার
শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডসহ ৪-৬ স্তরের পদসোপান দাবি
বিএনপির নেতৃত্বে দেশে কর্মসংস্থান নিশ্চিত করা হবে : এ্যানি
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় একসাথে কাজ করার আহ্বান মাসুদুজ্জামানের
মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসান ঘটাচ্ছেন ডিসি
দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ : ডা. জাহিদ
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ