সাগরপথে ইতালি যাওয়ার পথে যুবকের সলিল সমাধি, গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাগরপথে ইতালি যাওয়ার পথে যুবকের সলিল সমাধি, গ্রেপ্তার ২
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



সাগরপথে ইতালি যাওয়ার পথে যুবকের সলিল সমাধি, গ্রেপ্তার ২

ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন করে মুক্তিপণ দাবি ও সাগরপথে যুবকের মৃত্যুর ঘটনায় ২টি পৃথক মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, লিপন মাতুব্বর ও আনোয়ার ওরফে আনো মাতব্বর।

মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর ভাটার এলাকা থেকে লিপন মাতব্বর ও ঢাকার দোহার এলাকা থেকে আনু মাতাব্বরকে গ্রেপ্তার করে র‍্যাব-১০।

বুধবার বিকালে র‍্যাব-১০ এর ব্যাটালিয়ন সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত লিপন মাতাব্বরের ভাই মাসুম মাতাব্বর ইতালি প্রবাসী। সে নিজ এলাকা থেকে ১৬ লাখ টাকার বিনিময়ে ইতালিতে লোক পাঠানোর কথা বলে বিদেশগামী বেশ কয়েকজনকে সংগ্রহ করে। অপরদিকে আনু মাতাব্বর নিজ এলাকা মাদারীপুরের রাজৈর থেকে হৃদয় হাওলাদার নামে এক যুবককে সংগ্রহ করে পাসপোর্ট ও অগ্রিম দেড় লাখ টাকা নেয়। এর কিছুদিন পর তাদেরকে একত্র করে বাসযোগে এয়ারপোর্টে নিয়ে সেখান থেকে তাদেরকে বিমানে করে লিবিয়া নিয়ে যাওয়া হয়। লিবিয়া যাওয়ার পর মোবাইলের মাধ্যমে হৃদয় পরিবারকে জানায় তাকে সেখানে নির্যাতন করা হচ্ছে। ১৫ লাখ টাকা না দিলে তার ক্ষতি হবে। উপায়ান্তর না পেয়ে হৃদয়ের পরিবার গত ২৭ নভেম্বর আনোয়ারের নিকট ১৫ লাখ টাকা প্রদান করে।

টাকা দেওয়ার কয়েক দিন পর হৃদয় পরিবারকে জানায় যে, লিবিয়ায় থাকা চক্রের অন্যান্য সদস্যরা তাকে আটকে রেখে অমানবিক নির্যাতন করছে। এ সময় হৃদয়ের বাবা গ্রেপ্তারকৃত আনোয়ারের বাড়িতে গিয়ে নির্যাতনের কথা জানালে সে আরও ১০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে হৃদয়কে ইতালি পাঠানো যাবে না বলে জানায়। ছেলের কথা চিন্তা করে পুনরায় আনোয়ারের নিকট আর ৫ লাখ টাকা প্রদান করে।

পরদিন রাতে হৃদয় মোবাইল ফোনের মাধ্যমে পরিবারকে জানায়, লিবিয়ায় অবস্থানরত চক্রের অন্যান্য সদস্যরা তাকে লিবিয়ার সাগরপাড়ে নিয়ে গিয়েছে এবং পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। এরপর থেকে পরিবারের সঙ্গে হৃদয়ের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর দুই দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের মরদেহের ছবি পাওয়া যায়।

এ ধরনের ঘটনা দেশের বিভিন্ন স্থানে অহরহ ঘটছে। তাই প্রতারক দালালদের খপ্পর থেকে বাঁচতে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:১৯:০৭   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার সুযোগ কাজে লাগাতে হবে : প্রধান বিচারপতি
৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়
ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ