জামালপুরে এবার ভোটার নিবন্ধনে নতুনদের ব্যাপক সাড়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে এবার ভোটার নিবন্ধনে নতুনদের ব্যাপক সাড়া
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে এবার ভোটার নিবন্ধনে নতুনদের ব্যাপক সাড়া

জামালপুর প্রতিনিধি : সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনের (ইসি) সারাদেশে একযোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে। যার ধারাবাহিকতায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চলছে ভোটার তালিকার হালনাগাদ।

শনিবার(১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পোগলদিঘা ইউনিয়নের ১৬নং পশ্চিম বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুন ভোটার হতে আসা শত শত নারী পুরুষের উপস্থিতি দেখা যায়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে সুপারভাইজার কর্তৃক তা যাচাই করা হয়। এরপর গত ৫ ফেব্রুয়ারি থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে।

নতুন ভোটার নিবন্ধন ক্ষেত্রে যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, তা হলো : ১। অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি, ২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে), ৩। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, ৪। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (বিবাহিতদের ক্ষেত্রে), ৫। নাগরিকত্ব সনদ, ৬। বিদ্যুৎ বিল, ৭। চৌকিদারী ট্যাক্সের সনদ, ৯। পূর্বে কখনো ভোটার হন নি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন, ১০। সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ। এছাড়াও ভোটার নিবন্ধনের সময় ভোটারদের ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশ সংগ্রহ করা হয়।

চলমান ভোটার নিবন্ধন বিষয়ে সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল ইসলাম সোহেল জানান, নাগরিক অধিকার ও সুবিধা সমূহ সুনিশ্চিত করতে প্রত্যেকটি নাগরিককে ১৮ বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই ভোটার নিবন্ধন করা উচিত। কেননা- এই নথিতে অন্তর্ভুক্ত হওয়ায় পর একজন নাগরিক যে সকল সুযোগ-সুবিধা পাবেন। তাহলো- জাতীয় পরিচয়, ড্রাইভিং লাইসেন্স, মটর যান রেজিস্ট্রেশন, পাসপোর্ট, জমি ক্রয় ও বিক্রয়, ব্যাংক হিসাব খুলতে, ব্যাংক ঋণ নিতে, টিন নাম্বার, মোবাইল সিম পেতে, সরকারি অনুদান ও ভাতা পেতে সহ চাকরির আবেদন করতে তাকে সহায়তা করবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, নির্বাচন কমিশন(ইসি) নিদর্শনা অনুযায়ী গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয়। এরপর গত ৫ ফেব্রুয়ারি থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। এ পর্যন্ত উপজেলা পাঁচটি ইউনিয়নে আমরা ভোটার নিবন্ধন সম্পূর্ণ করেছি। এ পর্যন্ত ৬৬৪৫ জন নারী পুরুষ ভোটার হয়েছে। এখনো তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা বাকি রয়েছে। আশা করছি ইসির নির্দেশনা অনুযায়ী আমরা ৫% এর উপরে ভোটার নিবন্ধন করতে সক্ষম হব।

বাংলাদেশ সময়: ২২:১৪:৪৮   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন
দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : জাহিদ
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের স্বপ্নকে মূল্যায়ন করেছেন: মান্নান
প্রশ্ন ফাঁসের মতো একটি বিপর্যয় ও অটো পাস দেখেছি: এসপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ