জামালপুরে শিক্ষা সফরে যাওয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে শিক্ষা সফরে যাওয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে শিক্ষা সফরে যাওয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে শিক্ষা সফরে যাওয়ার পথে গাছের ডালে আঘাত লেগে রাশেদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় উপজেলা সাতপোয়া ইউনিয়নের বাঘমারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে ছাতারিয়া ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে গাজীপুর সাফারি পার্কের উদ্দ্যেশে বিনিময় ট্রাভেলসের দুটি বাসে প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষক শিক্ষার্থী রওনা দেয়।

বাস দুটি যখন বাঘমারা সোনাকান্দর মোড় অতিক্রম করছিল। এ সময় শিক্ষার্থী রাশেদুল ইসলাম চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে পিছনের বাসটি আসছে কিনা দেখতে ছিল। হটাৎ রাস্তা পাশে থাকা কাঁঠাল গাছের ডালের সাথে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। পরে বাস থামিয়ে শিক্ষকেরা সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত শিক্ষার্থী সাতপোয়া ইউনিয়নের আদ্রা মধ্যপাড়া গ্রামের ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিকের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিদ্যালয় থেকে ১৩০জন শিক্ষক-শিক্ষার্থী গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে দুটি বাসে শিক্ষা সফরের যাচ্ছিলাম। বাসটি যখন বাঘমারা সোনাকান্দার মোড় অতিক্রম করছিল। তখন একজন শিক্ষার্থী বাসের জানালা দিয়ে মাথা বের করে পিছনের দিকে দেখতে ছিল। হঠাৎ রাস্তার পাশে গাছের ডালের সাথে আঘাত লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় সকল শিক্ষক শিক্ষার্থী শোকাহত বলে জানান তিনি।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় আমরা নিহতের বাড়িতে গিয়েছিলাম। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে বাসটি আটক করে থানায় রাখা আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:২৬   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
লুটপাট হলে দায় ওই ব্যাংকের কর্মকর্তাদের নিতে হবে: গভর্নর
ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন
অনেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে : হাসনাত আব্দুল্লাহ
মামলা পরিচালনায় সরকারি কর্মকর্তাদের আইনি জ্ঞান থাকা আবশ্যক : তথ্য সচিব
যারা অরাজকতা তৈরি করতে পারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে : ডিসি
নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজ করছি : এসপি
জয়িতার পোশাক ও কারুশিল্প এক সময় বিশ্বে পৌঁছাবে : শারমীন এস মুরশিদ
উচ্চমানের শিক্ষা ও গবেষণার সমন্বয় স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ গঠনে অপরিহার্য : ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ