জামালপুরে শিক্ষা সফরে যাওয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে শিক্ষা সফরে যাওয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে শিক্ষা সফরে যাওয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে শিক্ষা সফরে যাওয়ার পথে গাছের ডালে আঘাত লেগে রাশেদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় উপজেলা সাতপোয়া ইউনিয়নের বাঘমারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে ছাতারিয়া ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে গাজীপুর সাফারি পার্কের উদ্দ্যেশে বিনিময় ট্রাভেলসের দুটি বাসে প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষক শিক্ষার্থী রওনা দেয়।

বাস দুটি যখন বাঘমারা সোনাকান্দর মোড় অতিক্রম করছিল। এ সময় শিক্ষার্থী রাশেদুল ইসলাম চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে পিছনের বাসটি আসছে কিনা দেখতে ছিল। হটাৎ রাস্তা পাশে থাকা কাঁঠাল গাছের ডালের সাথে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। পরে বাস থামিয়ে শিক্ষকেরা সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত শিক্ষার্থী সাতপোয়া ইউনিয়নের আদ্রা মধ্যপাড়া গ্রামের ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিকের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিদ্যালয় থেকে ১৩০জন শিক্ষক-শিক্ষার্থী গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে দুটি বাসে শিক্ষা সফরের যাচ্ছিলাম। বাসটি যখন বাঘমারা সোনাকান্দার মোড় অতিক্রম করছিল। তখন একজন শিক্ষার্থী বাসের জানালা দিয়ে মাথা বের করে পিছনের দিকে দেখতে ছিল। হঠাৎ রাস্তার পাশে গাছের ডালের সাথে আঘাত লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় সকল শিক্ষক শিক্ষার্থী শোকাহত বলে জানান তিনি।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় আমরা নিহতের বাড়িতে গিয়েছিলাম। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে বাসটি আটক করে থানায় রাখা আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:২৬   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা
শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
মহান মে দিবসে রাজধানীতে শ্রমজীবীদের র‌্যালি
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ