জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে মোস্তাফা(৫০)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে বারোটার দিকে কামরাবাদ ইউনিয়নের পাছ বড়বাড়ীয়া গ্রামে এঘটনা ঘটে ।
নিহত মোস্তাফা কামরাবাদ ইউনিয়নের পাছ বড়বাড়ীয়া গ্রামের মৃত পেচা মন্ডলের ছেলে। সে পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মোস্তফা সকালে ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য সেচ পাম্পের কাজ করতে ছিলেন। এমন সময় শর্ট সার্কিটে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান শাওন জানান, বিদ্যুতায়িত ব্যক্তি হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।
এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ২১:০০:৪৯ ১৪৬ বার পঠিত