সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক ছিনতাই চক্রের মূলহোতা। রবিবার সন্ধ্যায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
আটককৃত যুবকের নাম সায়মন হাওলাদার (২১) । সে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, সোনারগাঁয়ে ছিনতাই চক্রের মূলহোতা সায়মন হাওলাদারকে (২১) আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৭:১০ ১০৬ বার পঠিত