সিবাসের ভাড়া কমাতে স্মারকলিপি দিলে যাত্রী অধিকার ফোরাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিবাসের ভাড়া কমাতে স্মারকলিপি দিলে যাত্রী অধিকার ফোরাম
সোমবার, ৩ মার্চ ২০২৫



সিবাসের ভাড়া কমাতে স্মারকলিপি দিলে যাত্রী অধিকার ফোরাম

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসিবাসের ভাড়া বৃদ্ধি ও অরাজকতা অবসানের লক্ষে, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের পক্ষ থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যলয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে ওই স্মারকলিপি প্রদান কারা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘ঢাকা নগর পরিবহন’ নামে একটি কোম্পানী গত সপ্তাহে এসিবাস চালু করে ৮০ টাকা ভাড়া আদায় করছে। যাত্রীরা প্রতিবাদ কারলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। নারায়ণগঞ্জে গণপরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘ দিনের। বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে সরকার ও প্রশাসনের সহায়তায় শামীম ওসমানের মাফিয়া বাহিনী নারায়ণগঞ্জের জনগণকে জিম্মি করে নির্বিঘ্নে গণ বিরোধী তৎপরতা চালিয়েছে। তারা গণপরিবহনকে চাঁদা আদায়ের অন্যতম খাত বানিয়েছিল। যখন তখন অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধি করে জনদুর্ভোগ তৈরি করেছে। ২০১১ সালেসহ বিভিন্ন সময়ে এর বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে উঠলে তারা ভাড়া কমাতে বাধ্য হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার বদলের পরে নারায়ণগঞ্জের চাঁদাবাজচক্র পালিয়ে যায়। পরে গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জনতার আন্দোলনের মুখে নন-এসি বাসের ভাড়া কিছুটা কমে আসে। কিন্তু আমরা লক্ষ করছি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের নৈরাজ্য অব্যহত রয়েছে। যখন ইচ্ছে তখন বিভিন্ন নামে এখানে বাস নামছে, বন্ধ হচ্ছে, যা ইচ্ছে ভাড়া আদায় করছে। এ সব বাসের রুট পারমিট আছে কি নেই তা নজরদারির যেমন কোন উদ্যোগ নেই, ভাড়া নির্ধারনের ক্ষেত্রেও কোন প্রশাসনিক তৎপরতা নেই। ফলে এসিবাস নিয়ে এখনো এখানে গণপরিবহনচক্র যা ইচ্ছে তাই করে যাচ্ছে।

সরকার বদলের পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি এসিবাস ৬৫ টাকা এবং বিভিন্ন নামে বেসরকারী এসিবাস ৭০ টাকা ভাড়ায় চলেছে। একটা সময় বিআরটিসি এসিবাস বন্ধ হয়ে গেলে শুধু বেসরকারী বাস চলাচল করেছে। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে ‘ঢাকা নগর পরিবহন’ নামে একটি কোম্পানী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসিবাস চালু করে ৮০ টাকা ভাড়া আদায় করছে। যাত্রীরা প্রতিবাদ কারলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।

আরটিসির (রিজিওনাল ট্রান্সপোর্ট কর্পোরেশন) চেয়ারম্যান হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসিবাসের ভাড়া কমিয়ে ৭০ টাকায় আনা এবং যাত্রী-ভোগান্তি অবসানের জন্য আপনাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।” জেলা প্রশাসক যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের প্রতিনিধিদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সংগঠনের পক্ষ থেকে সেখানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুরহক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. প্রদীপ ঘোস বাবু, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসবের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুর সুজন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৪   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ